যশোরের মনিরামপুরে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত দুই ট্রাক ভর্তি ১ হাজার ৩১৭ বস্তা চাল আটক করেছে পুলিশ। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান সেখানে গিয়ে সরকারি বস্তায় চাল বিক্রির দায়ে জরিমানা করে দায় সেরেছেন।
আজ রোববার সকালে উপজেলার বাঁধাঘাটা মোড়ে এই ঘটনা ঘটেছে। মোড়ের ভাই ভাই এন্টারপ্রাইজের গুদামে চালগুলো নামানো হচ্ছিল। তখন সরকারি বস্তাভর্তি চাল ব্যক্তিগত গুদামে নামাতে দেখে পুলিশ ও সাংবাদিকদের খবর দেয় স্থানীয়রা।
মনিরামপুরের বাঁধাঘাটা মোড়ের ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক রাসেল হোসেন ফরিদপুরের ভাঙ্গার হাজী শরিয়ত উল্লাহ বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের মালিক আব্দুল হালিম হাওলাদারের কাছ থেকে গতকাল শনিবার ৪৭ মেট্রিক টন চাল কেনেন বলে সাংবাদিকদের জানান।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন বলেন, ‘জরুরি ডিউটিতে ছিলাম। ওসি স্যারের কাছ থেকে খবর পেয়ে এখানে এসেছি।’
এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই ট্রাক ভর্তি ১ হাজার ৩১৭ বস্তা চাল ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক রাসেল হোসেন ফরিদপুরের ভাঙ্গা থেকে কিনেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। চালগুলো দুর্গাপূজা উপলক্ষে সেখানকার বিভিন্ন মণ্ডপে সরকার বরাদ্দ দিয়েছিল। সেই চাল ভাঙ্গার এক ব্যবসায়ী কিনে মনিরামপুরের রাসেল হোসেনের কাছে বিক্রি করেছেন। রাসেল হোসেন আমাদের চালান রশিদ দেখিয়েছেন।’
এসিল্যান্ড আরও বলেন, ‘রাসেল হোসেন চাল কিনে এনেছেন সত্য। তিনি আলাদা বস্তায় করে চাল না এনে সরকারি বস্তায় এনে অপরাধ করেছেন। এ কারণে ভোক্তা অধিকার আইনে রাসেল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
সরকারি চাল এভাবে কেনাবেচার সুযোগ আছে কিনা জানতে চাইলে আলী হাসান বলেন, সরকারি চাল কেনাবেচার সুযোগ নেই। সরকার যে উদ্দেশ্যে চাল দিয়েছে, সে কাজে লাগাতে হবে। তবে উপকারভোগী চাইলে চাল নিজে ব্যবহার করতে পারেন, আবার বিক্রি করে অন্য কাজেও লাগাতে পারেন। কিন্তু সরকারি বস্তা এই কাজে ব্যবহার করতে পারেন না। এ অপরাধেই মূলত তাঁকে জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, মূলত দুর্গাপূজার সময় মণ্ডপে আসা ভক্তদের খাওয়ানোর উদ্দেশ্যে মণ্ডপপ্রতি সরকার ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়। এই চাল বাইরে বিক্রির সুযোগ নেই।
যশোরের মনিরামপুরে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত দুই ট্রাক ভর্তি ১ হাজার ৩১৭ বস্তা চাল আটক করেছে পুলিশ। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান সেখানে গিয়ে সরকারি বস্তায় চাল বিক্রির দায়ে জরিমানা করে দায় সেরেছেন।
আজ রোববার সকালে উপজেলার বাঁধাঘাটা মোড়ে এই ঘটনা ঘটেছে। মোড়ের ভাই ভাই এন্টারপ্রাইজের গুদামে চালগুলো নামানো হচ্ছিল। তখন সরকারি বস্তাভর্তি চাল ব্যক্তিগত গুদামে নামাতে দেখে পুলিশ ও সাংবাদিকদের খবর দেয় স্থানীয়রা।
মনিরামপুরের বাঁধাঘাটা মোড়ের ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক রাসেল হোসেন ফরিদপুরের ভাঙ্গার হাজী শরিয়ত উল্লাহ বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের মালিক আব্দুল হালিম হাওলাদারের কাছ থেকে গতকাল শনিবার ৪৭ মেট্রিক টন চাল কেনেন বলে সাংবাদিকদের জানান।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন বলেন, ‘জরুরি ডিউটিতে ছিলাম। ওসি স্যারের কাছ থেকে খবর পেয়ে এখানে এসেছি।’
এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই ট্রাক ভর্তি ১ হাজার ৩১৭ বস্তা চাল ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক রাসেল হোসেন ফরিদপুরের ভাঙ্গা থেকে কিনেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। চালগুলো দুর্গাপূজা উপলক্ষে সেখানকার বিভিন্ন মণ্ডপে সরকার বরাদ্দ দিয়েছিল। সেই চাল ভাঙ্গার এক ব্যবসায়ী কিনে মনিরামপুরের রাসেল হোসেনের কাছে বিক্রি করেছেন। রাসেল হোসেন আমাদের চালান রশিদ দেখিয়েছেন।’
এসিল্যান্ড আরও বলেন, ‘রাসেল হোসেন চাল কিনে এনেছেন সত্য। তিনি আলাদা বস্তায় করে চাল না এনে সরকারি বস্তায় এনে অপরাধ করেছেন। এ কারণে ভোক্তা অধিকার আইনে রাসেল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
সরকারি চাল এভাবে কেনাবেচার সুযোগ আছে কিনা জানতে চাইলে আলী হাসান বলেন, সরকারি চাল কেনাবেচার সুযোগ নেই। সরকার যে উদ্দেশ্যে চাল দিয়েছে, সে কাজে লাগাতে হবে। তবে উপকারভোগী চাইলে চাল নিজে ব্যবহার করতে পারেন, আবার বিক্রি করে অন্য কাজেও লাগাতে পারেন। কিন্তু সরকারি বস্তা এই কাজে ব্যবহার করতে পারেন না। এ অপরাধেই মূলত তাঁকে জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, মূলত দুর্গাপূজার সময় মণ্ডপে আসা ভক্তদের খাওয়ানোর উদ্দেশ্যে মণ্ডপপ্রতি সরকার ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়। এই চাল বাইরে বিক্রির সুযোগ নেই।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৪ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৪ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৪ ঘণ্টা আগে