Ajker Patrika

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সোর্স নিহত

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামের এক পুলিশ সোর্স নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২তলা ভবনের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবকের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত যুবক হরিণটানা থানাধীন ময়ূর আবাসিক এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা সোনাডাঙ্গা থানাধীন ২২তলা ভবনের পাশের গলিতে গোলামের ওপর হামলা চালায়। দুর্বৃত্তের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে গোলামের পেটের মাঝখানে আঘাত করে পালিয়ে যায়। এতে তাঁর পেটের ভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। তিন-চারজন যুবক তার ওপর দেশীয় তৈরি অস্ত্র নিয়ে হামলা চালায়।’ তবে কী কারণে তাঁর ওপর এ হামলা তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। এ ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজহারুলের খালাসের রায়ের পর ব্যারিস্টার জ্যোতির্ময় বললেন, প্রহসনের সাক্ষী হয়েছি

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার, কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযান

সুব্রত বাইন দেড় মাস আগে কুষ্টিয়ায় বাসা ভাড়া নেন, খুলতেন না দরজা–জানালা

স্টারলিংক স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট

যেভাবে শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠেন সুব্রত বাইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত