মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় বজ্রপাতে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া ও চরপাড়া এলাকায় তাঁদের মৃত্যু হয়।
নিহত দুজনের মধ্যে একজনের নাম মীর্জা মুহিত বেগ তন্ময় (২২)। তিনি কোরআনের হাফেজ ছিলেন। বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া গ্রামের কৃষক মীর্জা জালাল উদ্দীন বেগের ছেলে তিনি।
অপরজনের নাম মো. উমেদ আলী শেখ (২০)। তিনি একই ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. আফরান শেখের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিনোদপুর ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান বলেন, আজ বিকেলের দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কায় মুহিত মাঠে রাখা গম আনতে মাঠে যান। একই সময় চরপাড়ার মাঠে কৃষক মো. উমেদ আলী শেখ ধানখেতে সেচে দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে উভয়ই আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুহিতের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘তিন ভাইয়ের মধ্যে মুহিত সবার ছোট। হাফেজি পড়া শেষ করে ঢাকার একটি মাদ্রাসায় পড়ালেখা করত। রমজানের ছুটিতে বাড়িতে এসে সে স্থানীয় মসজিদে তারাবির নামাজে ইমামতি করত।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, এ ঘটনায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
মাগুরার মহম্মদপুর উপজেলায় বজ্রপাতে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া ও চরপাড়া এলাকায় তাঁদের মৃত্যু হয়।
নিহত দুজনের মধ্যে একজনের নাম মীর্জা মুহিত বেগ তন্ময় (২২)। তিনি কোরআনের হাফেজ ছিলেন। বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া গ্রামের কৃষক মীর্জা জালাল উদ্দীন বেগের ছেলে তিনি।
অপরজনের নাম মো. উমেদ আলী শেখ (২০)। তিনি একই ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. আফরান শেখের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিনোদপুর ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান বলেন, আজ বিকেলের দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কায় মুহিত মাঠে রাখা গম আনতে মাঠে যান। একই সময় চরপাড়ার মাঠে কৃষক মো. উমেদ আলী শেখ ধানখেতে সেচে দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে উভয়ই আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুহিতের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘তিন ভাইয়ের মধ্যে মুহিত সবার ছোট। হাফেজি পড়া শেষ করে ঢাকার একটি মাদ্রাসায় পড়ালেখা করত। রমজানের ছুটিতে বাড়িতে এসে সে স্থানীয় মসজিদে তারাবির নামাজে ইমামতি করত।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, এ ঘটনায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১৪ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৯ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩৪ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে