খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের ৩৪ লাখ টাকা এক দিনে ব্যাংক থেকে তুলে হল প্রভোস্ট তাঁর পারিবারিক কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ খবর জানাজানি হওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে এই টাকা হলে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
কুয়েটের সাতটি হলের মধ্যে রোকেয়া হলটি ছাত্রীদের। এই হলের প্রভোস্ট হলেন অধ্যাপক মো. আশরাফুল আলম। আর এই ৩৪ লাখ টাকা হলের সংস্কারকাজে ব্যয় করার কথা ছিল বলে জানা গেছে।
হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টের যৌথ স্বাক্ষরে টাকা উঠলেও সহকারী হল প্রভোস্ট তাসমি আক্তারের দাবি, তিনি চেকে স্বাক্ষর করে চলে যান। সেখানে অ্যামাউন্ট বসিয়ে ৩৪ লাখ টাকা উঠিয়েছেন প্রভোস্ট।
জনতা ব্যাংকের কুয়েট করপোরেট শাখার স্টেটমেন্টে দেখা যায়, গত ২৯ জুলাই এ টাকা ওঠানো হয়। এ বিষয়ে ব্যাংক ম্যানেজার আব্দুল হামিদ বলেন, ১০ লাখ টাকার ওপরে কেউ তুললে সেটি শুধু বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হয়। এ ক্ষেত্রেও সেটিই করা হয়েছে। তা ছাড়া হিসাবধারী বা যাঁর বা যাঁদের স্বাক্ষরে টাকা ওঠানোর কথা, তাঁর বা তাঁদের স্বাক্ষরে চেক এলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে বাধ্য।
জানতে চাইলে কুয়েটের রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক মো. আশরাফুল আলম বলেন, পারিবারিক কারণে টাকাটা ওঠানো হয়েছিল। পরে সেটি জমা দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে কয়েক কিস্তিতে জমা দেওয়া হবে। পারিবারিক কাজে এভাবে হলের টাকা ওঠানোর সুযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, একটি লোনের জন্য চেষ্টা করা হয়েছে। লোন পেলেই টাকাটা সমন্বয় করা হবে।
এদিকে কুয়েটের একটি সূত্র জানায়, হল প্রভোস্ট আশরাফুলের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে গত বছর সেপ্টেম্বর মাসে রোকেয়া হলের প্রভোস্ট হিসেবে তিনি দায়িত্ব পান। এর পরপরই তিনি তাঁর এক আত্মীয়কে হলে চাকরি দেন। এ ছাড়া অর্থের বিনিময়ে প্লাম্বার পদে একজন, লাইব্রেরিয়ান পদে দুজন, ঝাড়ুদার পদে একজন এবং সুইপার পদে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, তিনি চেষ্টা করছেন স্বচ্ছতার ভিত্তিতে দায়িত্ব পালনের।
জানতে চাইলে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন, ‘হলের টাকা কীভাবে উত্তোলন হলো, সেটি হল প্রভোস্ট এবং যাঁরা এর সঙ্গে দায়িত্বে নিয়োজিত, তাঁরাই ভালো জানেন। আমার কাছে অভিযোগ এলে সেটি নিয়ে কী করা যায়, তখন দেখা যাবে।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের ৩৪ লাখ টাকা এক দিনে ব্যাংক থেকে তুলে হল প্রভোস্ট তাঁর পারিবারিক কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ খবর জানাজানি হওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে এই টাকা হলে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
কুয়েটের সাতটি হলের মধ্যে রোকেয়া হলটি ছাত্রীদের। এই হলের প্রভোস্ট হলেন অধ্যাপক মো. আশরাফুল আলম। আর এই ৩৪ লাখ টাকা হলের সংস্কারকাজে ব্যয় করার কথা ছিল বলে জানা গেছে।
হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টের যৌথ স্বাক্ষরে টাকা উঠলেও সহকারী হল প্রভোস্ট তাসমি আক্তারের দাবি, তিনি চেকে স্বাক্ষর করে চলে যান। সেখানে অ্যামাউন্ট বসিয়ে ৩৪ লাখ টাকা উঠিয়েছেন প্রভোস্ট।
জনতা ব্যাংকের কুয়েট করপোরেট শাখার স্টেটমেন্টে দেখা যায়, গত ২৯ জুলাই এ টাকা ওঠানো হয়। এ বিষয়ে ব্যাংক ম্যানেজার আব্দুল হামিদ বলেন, ১০ লাখ টাকার ওপরে কেউ তুললে সেটি শুধু বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হয়। এ ক্ষেত্রেও সেটিই করা হয়েছে। তা ছাড়া হিসাবধারী বা যাঁর বা যাঁদের স্বাক্ষরে টাকা ওঠানোর কথা, তাঁর বা তাঁদের স্বাক্ষরে চেক এলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে বাধ্য।
জানতে চাইলে কুয়েটের রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক মো. আশরাফুল আলম বলেন, পারিবারিক কারণে টাকাটা ওঠানো হয়েছিল। পরে সেটি জমা দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে কয়েক কিস্তিতে জমা দেওয়া হবে। পারিবারিক কাজে এভাবে হলের টাকা ওঠানোর সুযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, একটি লোনের জন্য চেষ্টা করা হয়েছে। লোন পেলেই টাকাটা সমন্বয় করা হবে।
এদিকে কুয়েটের একটি সূত্র জানায়, হল প্রভোস্ট আশরাফুলের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে গত বছর সেপ্টেম্বর মাসে রোকেয়া হলের প্রভোস্ট হিসেবে তিনি দায়িত্ব পান। এর পরপরই তিনি তাঁর এক আত্মীয়কে হলে চাকরি দেন। এ ছাড়া অর্থের বিনিময়ে প্লাম্বার পদে একজন, লাইব্রেরিয়ান পদে দুজন, ঝাড়ুদার পদে একজন এবং সুইপার পদে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, তিনি চেষ্টা করছেন স্বচ্ছতার ভিত্তিতে দায়িত্ব পালনের।
জানতে চাইলে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন, ‘হলের টাকা কীভাবে উত্তোলন হলো, সেটি হল প্রভোস্ট এবং যাঁরা এর সঙ্গে দায়িত্বে নিয়োজিত, তাঁরাই ভালো জানেন। আমার কাছে অভিযোগ এলে সেটি নিয়ে কী করা যায়, তখন দেখা যাবে।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১৮ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২৫ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৯ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৩৩ মিনিট আগে