Ajker Patrika

খুলনা আদালতের সামনে চাপাতিসহ যুবক আটক

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ মানিক হাওলাদার (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আজ সোমবার দুপুরে তাঁকে আটক করে সেনাবাহিনী। এ ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আটক মানিক সোনাডাঙ্গা থানার ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার মোদাচ্ছের হাওলাদারের ছেলে। তাঁর নামে খুলনার দৌলতপুর ও আরংঘাটা থানায় দুটি চুরির মামলা রয়েছে।

যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি কোর্ট প্রসিকিউশন মো. হুমায়ুন কবির। তিনি জানান, দুপুর পৌনে ১২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১/২ ও ৩ নম্বর আদালতের সামনে কয়েকজন যুবক মানিককে ধরে নিয়ে যেতে চেয়েছিলেন। এ সময় প্রাণ বাঁচাতে মানিক উপস্থিত পুলিশের কাছে সাহায্য চান। পরে কোর্ট পুলিশ তাঁকে হেফাজতে নেয়। এর কিছুক্ষণ পর সেনাসদস্যরা আদালত প্রাঙ্গণে এসে মানিককে তাঁদের হেফাজতে নেন। তাঁর পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি ধারালো চাপাতি পাওয়া যায়। হুমায়ুন কবির আরও জানান, সেনাবাহিনী তাঁকে জানিয়েছে, মানিকের সঙ্গে আরও কয়েকজন সন্ত্রাসী ছিলেন।

মানিক খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি’ কোম্পানির সদস্য। সোনাডাঙ্গা থানার একটি হত্যা মামলায় আজ অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সন্ত্রাসীদের হাজিরার দিন ধার্য ছিল। তাঁদের কাউকে ঘায়েল করার জন্য তিনি আদালতে এসেছিলেন বলে গুঞ্জন ছড়ায়। সেনাসদস্যরা মানিককে ক্যাম্পে নিয়ে গেছেন। এ ঘটনার পরপরই আদালত চত্বরে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত