Ajker Patrika

বেনাপোল বন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ 

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল বন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ 

ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমা এবং বাংলাদেশে ২৬ মার্চ সরকারি ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে দুদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। 

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, সোমবার ২৫ মার্চ ভারতে দোল উৎসবের দিন কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে ঢুকবে না বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। অপর দিকে মঙ্গলবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটিতে বেনাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এতে দুই দিন বন্ধ থাকছে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। বুধবার সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হবে। 

এদিকে বেনাপোল ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, এ পথে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। 

উল্লেখ্য প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫ শ ট্রাক পণ্য আমদানি হয় আর বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয় ২৫০ ট্রাকের কাছাকাছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত