Ajker Patrika

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নগরীতে সড়ক অবরোধ

খুবি প্রতিনিধি 
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সড়ক অবরোধ খুবি শিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকা
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সড়ক অবরোধ খুবি শিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি একাত্মতা জানিয়ে নগরীর জিরো পয়েন্টে ব্লকেড সৃষ্টি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বুধবারের সব ক্লাস ও অ্যাসেসমেন্ট বর্জন করেছেন তাঁরা।

বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও সড়কটি অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

সমাবেশে অবিলম্বে ভিসি মাছুদের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। তাঁরা বলেন, ‘আমরা চেয়েছিলাম ৫ আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানপরবর্তী সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে ছাত্ররাজনীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত। কিন্তু আমরা দেখেছি, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে আমার ভাইদের সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে।’

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সড়ক অবরোধ খুবি শিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকা
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সড়ক অবরোধ খুবি শিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, ‘আমরা খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে ভিসি মাছুদের অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। ভিসি যদি দ্রুত পদত্যাগ না করেন, আমরা এরচেয়েও কঠোর আন্দোলনের ডাক দেব।’

সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় হাদী চত্বরে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত