কুষ্টিয়া প্রতিনিধি
বিএনপি ’৭১, ’৭৫ ও ২১ আগস্টের খুনিদের সঙ্গে মিলে রাজনৈতিক বেয়াদবি করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।
আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন জাসদের সম্মেলন সভায় বিএনপি জোটের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, ‘২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায় না।’
‘অতীতে চরমভাবে ব্যর্থ বিএনপি-জামায়াতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো ভাগ্য নেই’ উল্লেখ করে ইনু বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির এই চক্রান্ত যেকোনো মূল্যে রুখে দিতে হবে।’
হাসানুল হক ইনু আরও বলেন, ‘বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বামে সুযোগসন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায় বোঝা যায় না। তবে কয়টা সুযোগসন্ধানী দল যোগ হচ্ছে, সেটা ব্যাপার না, জনগণ যোগ হচ্ছে কি না, সেটাই দেখার বিষয়।’
বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘জনগণ ভরসা করতে পারে, অর্থনৈতিকসহ যে ধরনেরই বৈশ্বিক সংকট থাকুক না কেন, বর্তমান সরকার জনগণকে রক্ষা করবে।’
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য দেন ইনু।
এ সময় জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য দেন।
বিএনপি ’৭১, ’৭৫ ও ২১ আগস্টের খুনিদের সঙ্গে মিলে রাজনৈতিক বেয়াদবি করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।
আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন জাসদের সম্মেলন সভায় বিএনপি জোটের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, ‘২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায় না।’
‘অতীতে চরমভাবে ব্যর্থ বিএনপি-জামায়াতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো ভাগ্য নেই’ উল্লেখ করে ইনু বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির এই চক্রান্ত যেকোনো মূল্যে রুখে দিতে হবে।’
হাসানুল হক ইনু আরও বলেন, ‘বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বামে সুযোগসন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায় বোঝা যায় না। তবে কয়টা সুযোগসন্ধানী দল যোগ হচ্ছে, সেটা ব্যাপার না, জনগণ যোগ হচ্ছে কি না, সেটাই দেখার বিষয়।’
বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘জনগণ ভরসা করতে পারে, অর্থনৈতিকসহ যে ধরনেরই বৈশ্বিক সংকট থাকুক না কেন, বর্তমান সরকার জনগণকে রক্ষা করবে।’
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য দেন ইনু।
এ সময় জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য দেন।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৩ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৪ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৭ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৭ ঘণ্টা আগে