Ajker Patrika

শ্যামনগরের ডাবল মার্ডার মামলার প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরের ডাবল মার্ডার মামলার প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার

শ্যামনগরের আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি ইউপি সদস্য আব্দুল হামিদ লালটুসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার রাতে যশোর জেলার মনিরামপুর এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হামিদ লালটু একই এলাকার মৃত মান্দার গাজির ছেলে। আলোচিত ওই মামলার গ্রেপ্তারকৃত অপর আসামি বাবলুর রহমান উপজেলার কালিঞ্চি খাসখামার গ্রামের আরশাদ আলীর ছেলে।

মামলা দায়েরের পর থেকে এই দুজন আসামি আত্মগোপনে থেকে জামিন লাভের চেষ্টা করছিল। একই মামলায় এর আগে এজাহার নামীয় সাতজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য গত ৮ জুলাই সন্ধ্যায় উপজেলার টেংরাখালি পল্লীতে সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল বারী ও বর্তমান ইউপি সদস্য আওয়ামী লীগ কর্মী আব্দুল হামিদ লালটুর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের আহতদের মধ্যে ৩০ জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে রাত ৮টার দিকে আমির হোসেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আব্দুল কাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনার দুই দিনপর নিজের দুই কর্মী সমর্থক নিহতের ঘটনায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল বারী শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ ইউপি সদস্য আব্দুল হামিদ লালটুসহ ৭৩ জনকে আসামি করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত