খুবি প্রতিনিধি
ছাত্রাবাস থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হল রোডের একটি ছাত্রাবাস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।
পুলিশ বলছে-প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
ওই শিক্ষার্থীর নাম কাজল মণ্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি ডিসিপ্লিনে অধ্যয়নরত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পাশেই হলরোডের একটি ছাত্রাবাসে থাকতেন। তাঁর বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়।
এদিকে, কাজল বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিষণ্নতায় ভুগছিলেন। এরই জের ধরে আজ তিনি গলায় ধুতি পেঁচিয়ে আত্মহত্যা করতে পারেন বলে মনে করেন সহপাঠীরা।
কাজলের নিকট বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রোববার কাজলের পরীক্ষা থাকা সত্যেও তিনি পরীক্ষা দিতে যাননি। পরীক্ষা শেষে তাঁর খোঁজ নিতে আসলে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। বারবার ডেকেও কোনো সাড়া না পাওয়ায় বেলা ১টার দিকে দরজার ছিদ্র দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
মেসে পাশের কক্ষে থাকা তার সহপাঠী আতিকুল ইসলাম বলেন, ‘আজকে আমাদের এগ্রিকালচার ইকোনমিকস পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে যাওয়ার সময় বেশ কয়েকবার ডাকার পরও কোনো সাড়া শব্দ পাইনি। পরীক্ষার সময় হওয়ায় আমি পরীক্ষা দিতে চলে যাই।’
এই বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শরীফ হাসান লিমন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ রকম একটি ঘটনায় আমি খুবই মর্মাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
এই বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘আত্মহত্যার খবর পেয়ে আমরা এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ছাত্রাবাস থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হল রোডের একটি ছাত্রাবাস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।
পুলিশ বলছে-প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
ওই শিক্ষার্থীর নাম কাজল মণ্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি ডিসিপ্লিনে অধ্যয়নরত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পাশেই হলরোডের একটি ছাত্রাবাসে থাকতেন। তাঁর বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়।
এদিকে, কাজল বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিষণ্নতায় ভুগছিলেন। এরই জের ধরে আজ তিনি গলায় ধুতি পেঁচিয়ে আত্মহত্যা করতে পারেন বলে মনে করেন সহপাঠীরা।
কাজলের নিকট বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রোববার কাজলের পরীক্ষা থাকা সত্যেও তিনি পরীক্ষা দিতে যাননি। পরীক্ষা শেষে তাঁর খোঁজ নিতে আসলে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। বারবার ডেকেও কোনো সাড়া না পাওয়ায় বেলা ১টার দিকে দরজার ছিদ্র দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
মেসে পাশের কক্ষে থাকা তার সহপাঠী আতিকুল ইসলাম বলেন, ‘আজকে আমাদের এগ্রিকালচার ইকোনমিকস পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে যাওয়ার সময় বেশ কয়েকবার ডাকার পরও কোনো সাড়া শব্দ পাইনি। পরীক্ষার সময় হওয়ায় আমি পরীক্ষা দিতে চলে যাই।’
এই বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শরীফ হাসান লিমন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ রকম একটি ঘটনায় আমি খুবই মর্মাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
এই বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘আত্মহত্যার খবর পেয়ে আমরা এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১১ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৩৪ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে