Ajker Patrika

খুবিতে রেজিস্ট্রেশন ফি কমানোসহ শিক্ষার্থীদের ৩৭ দাবি

খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে সকলের অংশগ্রহণে ‘দাবি উত্থাপন মঞ্চ’ এর আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা
খুলনা বিশ্ববিদ্যালয়ে সকলের অংশগ্রহণে ‘দাবি উত্থাপন মঞ্চ’ এর আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল ডিসিপ্লিনের কোর্স রেজিস্ট্রেশন দুই হাজার ৫০০ টাকা ও ক্লাস অ্যাটেনডেন্সে ১০ এর পরিবর্তে ৫ মার্কস নির্ধারণের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ে ‘দাবি উত্থাপন মঞ্চে’ এর আয়োজন করে ৩৭ দফা দাবি জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত প্রমুখ।

এ সময় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি বলেন, ‘রক্ত দেওয়ার পরম্পরা এখনো আমাদের শেষ হয়নি। গত জুলাই মাসে আমরা প্রায় দেড় হাজারের বেশি মানুষ রক্ত দিয়েছি। স্বৈরাচারী যে পরম্পরা দেশে ও বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল সেখানে এই ধরনের আয়োজন প্রশংসনীয়। আমি মনে করি, দাবি করা হয় স্বৈরাচারের কাছে। তাই আমাদের আজকের এই মঞ্চ কোনো দাবির মঞ্চ নয়, এটি আলোচনার মঞ্চ।’

শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু বিভিন্ন সময় দেখা যায়, শিক্ষকেরা বিভিন্ন দলের লেজুড়বৃত্তিক কাজে জড়িয়ে থাকেন। দলীয় রাজনীতি খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত নয়। বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে হবে এবং অরডিন্যান্সের ভয় না দেখিয়ে সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত