খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে একই ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. জাকিরুল ইসলাম গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে জাকিরুল উল্লেখ করেন, গত ৮ মার্চ রাত ১০টা ২০ মিনিটের দিকে খান বাহাদুর আহছানউল্লা হলের সামনে চা ও জুসের দোকানের কাছে ডিসিপ্লিনের ২১ ব্যাচের এক শিক্ষার্থীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এর জের ধরে রাত ১০টা ৫০ মিনিটের দিকে ২১ ব্যাচের ১০-১১ জন শিক্ষার্থী বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের উত্তর ব্লকের তৃতীয় তলায় এসে জাকিরকে অকথ্য ভাষায় গালি, শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী সৈকত বলেন, ‘আমি রুমের মধ্যে ছিলাম। বাইরে চিৎকার শুনে বের হয়ে দেখি কয়েকজন মিলে জাকিরকে টানাটানি করে মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জাকির যেতে চাইছিল না, তখন ওদের মধ্যে একজন তাকে কিল-ঘুষি মারে এবং গালাগাল দেয়।’
বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী আরিফ বলেন, ‘আমি দেখি হলে কয়েকজন জুনিয়র শিক্ষার্থী জাকিরকে ধাক্কাচ্ছে। আমি তাদের থামিয়ে নিজেদের মধ্যে মীমাংসা করতে বলি। কিন্তু তারা জানায়, এটি তাদের ডিসিপ্লিনের বিষয়।’
এদিকে অভিযুক্ত গণিত ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাঁরা দাবি করেছেন, প্রাণনাশের হুমকির কোনো ঘটনা ঘটেনি এবং বিষয়টি নিজেদের মধ্যেই মীমাংসা করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের প্রভোস্ট অধ্যাপক মো. সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার কিছু সত্যতা পাওয়া গেছে। তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত যাচাই করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, ‘আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হবে এবং রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে একই ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. জাকিরুল ইসলাম গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে জাকিরুল উল্লেখ করেন, গত ৮ মার্চ রাত ১০টা ২০ মিনিটের দিকে খান বাহাদুর আহছানউল্লা হলের সামনে চা ও জুসের দোকানের কাছে ডিসিপ্লিনের ২১ ব্যাচের এক শিক্ষার্থীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। এর জের ধরে রাত ১০টা ৫০ মিনিটের দিকে ২১ ব্যাচের ১০-১১ জন শিক্ষার্থী বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের উত্তর ব্লকের তৃতীয় তলায় এসে জাকিরকে অকথ্য ভাষায় গালি, শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী সৈকত বলেন, ‘আমি রুমের মধ্যে ছিলাম। বাইরে চিৎকার শুনে বের হয়ে দেখি কয়েকজন মিলে জাকিরকে টানাটানি করে মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জাকির যেতে চাইছিল না, তখন ওদের মধ্যে একজন তাকে কিল-ঘুষি মারে এবং গালাগাল দেয়।’
বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী আরিফ বলেন, ‘আমি দেখি হলে কয়েকজন জুনিয়র শিক্ষার্থী জাকিরকে ধাক্কাচ্ছে। আমি তাদের থামিয়ে নিজেদের মধ্যে মীমাংসা করতে বলি। কিন্তু তারা জানায়, এটি তাদের ডিসিপ্লিনের বিষয়।’
এদিকে অভিযুক্ত গণিত ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাঁরা দাবি করেছেন, প্রাণনাশের হুমকির কোনো ঘটনা ঘটেনি এবং বিষয়টি নিজেদের মধ্যেই মীমাংসা করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের প্রভোস্ট অধ্যাপক মো. সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার কিছু সত্যতা পাওয়া গেছে। তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত যাচাই করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, ‘আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হবে এবং রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৭ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
৩০ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩৮ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৯ মিনিট আগে