মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। এ সময় জাহাজ থেকে ডাকাতি হওয়া বিভিন্ন মালপত্র উদ্ধার করা হয়েছে।
আটক তিনজনকে বুধবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁরা হলেন জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সিরাজুল হক (৫০), ডাকাতি হওয়া মালপত্রের ক্রেতা সুমন হোসেন (৩০) ও ডাকাত সুমন হাওলাদার (২১)।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত সাজানো ডাকাতির ঘটনা।
গত সোমবার ভোররাতে মোংলা বন্দরের বেসক্রিক এলাকায় থাকা এমভি সেঁজুতি নামক বাণিজ্যিক জাহাজে ১২ জনের ডাকাত দল অস্ত্রসহ ঢোকে। এরপর ওই জাহাজের নাবিকদের জিম্মি করে বিভিন্ন মালপত্র লুট করে তারা। এ ঘটনার পর ডাকাতি হওয়া পণ্য উদ্ধার এবং ডাকাতদের ধরতে অভিযানে নামে কোস্ট গার্ড।
লে. কমান্ডার আবরার হাসান আরও জানান, প্রাথমিকভাবে এটি একটি ডাকাতির ঘটনা মনে হলেও জাহাজের কর্তৃপক্ষ, অফিসার, ক্রু ও আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এটি একটি পূর্বপরিকল্পিত সাজানো ডাকাতির ঘটনা। যেখানে জাহাজের চিফ ইঞ্জিনিয়ারসহ অন্যান্য নাবিক ও স্থানীয় দুষ্কৃতকারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন। কারণ, জাহাজের অধিকাংশ নাবিক ছয়-সাত মাস ধরে সঠিকভাবে বেতন পাচ্ছিলেন না। এতে করে নাবিকদের মধ্যে মালিকপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ কারণে আর্থিক ব্যবস্থার উদ্দেশ্যে এর আগেও জাহাজ থেকে বিভিন্ন দলের কাছে মেশিনারিজ বিক্রি করেন জাহাজের নাবিকেরা।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্য উল্লেখ করে কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, জাহাজের চিফ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে স্থানীয় দুষ্কৃতকারীদের সঙ্গে মিলে এই ডাকাতির নাটক সাজিয়ে লুট করা মালপত্র বিক্রির মাধ্যমে উপার্জিত অর্থ ভাগাভাগির পরিকল্পনা হয়। জাহাজের সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি যথাযথ তদন্ত হওয়া দরকার। জাহাজের মালিকপক্ষ নাবিকদের বেতন-ভাতা না দেওয়া এবং ৬ মাস যাবৎ জাহাজটিকে এভাবে ফেলে রাখার বিষয়টিও তদন্তের আওতায় আনতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, কোস্ট গার্ড তিনজনকে থানায় হস্তান্তর করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার গভীর রাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। এ সময় জাহাজ থেকে ডাকাতি হওয়া বিভিন্ন মালপত্র উদ্ধার করা হয়েছে।
আটক তিনজনকে বুধবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁরা হলেন জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সিরাজুল হক (৫০), ডাকাতি হওয়া মালপত্রের ক্রেতা সুমন হোসেন (৩০) ও ডাকাত সুমন হাওলাদার (২১)।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত সাজানো ডাকাতির ঘটনা।
গত সোমবার ভোররাতে মোংলা বন্দরের বেসক্রিক এলাকায় থাকা এমভি সেঁজুতি নামক বাণিজ্যিক জাহাজে ১২ জনের ডাকাত দল অস্ত্রসহ ঢোকে। এরপর ওই জাহাজের নাবিকদের জিম্মি করে বিভিন্ন মালপত্র লুট করে তারা। এ ঘটনার পর ডাকাতি হওয়া পণ্য উদ্ধার এবং ডাকাতদের ধরতে অভিযানে নামে কোস্ট গার্ড।
লে. কমান্ডার আবরার হাসান আরও জানান, প্রাথমিকভাবে এটি একটি ডাকাতির ঘটনা মনে হলেও জাহাজের কর্তৃপক্ষ, অফিসার, ক্রু ও আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এটি একটি পূর্বপরিকল্পিত সাজানো ডাকাতির ঘটনা। যেখানে জাহাজের চিফ ইঞ্জিনিয়ারসহ অন্যান্য নাবিক ও স্থানীয় দুষ্কৃতকারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন। কারণ, জাহাজের অধিকাংশ নাবিক ছয়-সাত মাস ধরে সঠিকভাবে বেতন পাচ্ছিলেন না। এতে করে নাবিকদের মধ্যে মালিকপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ কারণে আর্থিক ব্যবস্থার উদ্দেশ্যে এর আগেও জাহাজ থেকে বিভিন্ন দলের কাছে মেশিনারিজ বিক্রি করেন জাহাজের নাবিকেরা।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্য উল্লেখ করে কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, জাহাজের চিফ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে স্থানীয় দুষ্কৃতকারীদের সঙ্গে মিলে এই ডাকাতির নাটক সাজিয়ে লুট করা মালপত্র বিক্রির মাধ্যমে উপার্জিত অর্থ ভাগাভাগির পরিকল্পনা হয়। জাহাজের সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি যথাযথ তদন্ত হওয়া দরকার। জাহাজের মালিকপক্ষ নাবিকদের বেতন-ভাতা না দেওয়া এবং ৬ মাস যাবৎ জাহাজটিকে এভাবে ফেলে রাখার বিষয়টিও তদন্তের আওতায় আনতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, কোস্ট গার্ড তিনজনকে থানায় হস্তান্তর করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
১ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৫ মিনিট আগে