Ajker Patrika

বাঁওড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কৃষক, পরদিন মিলল লাশ

যশোর প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৭: ২০
বাঁওড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কৃষক, পরদিন মিলল লাশ

যশোর সদর উপজেলার আড়পাড়া বাঁওড়ের পাড় থেকে আব্দুর রহিম (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আব্দুর রহিম উপজেলার ছোট বালিয়াডাঙ্গা গ্রামের মৃত বারেক লস্করের ছেলে।

এদিকে মৃতের স্বজন ও পুলিশ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বিলে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।

নিহতের স্বজনেরা জানান, আব্দুর রহিম কৃষিকাজ করেন। গতকাল রাতে ১১টার দিকে তিনি প্রতিবেশী আব্দুল হাই ও ইস্রাফিলকে সঙ্গে নিয়ে কয়েতখালী বিলে মাছ ধরতে যান। এ সময় ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তিনজন তিন দিকে দৌড় দেন। আব্দুল হাই ও ইস্রাফিল নিজ বাড়িতে ফিরলেও আব্দুর রহিম নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আজ বেলা ১১টার দিকে আড়পাড়া বাঁওড় পাড়ে আব্দুর রহিমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানান, দুর্বৃত্তদের ধাওয়ায় নিখোঁজের পর আব্দুর রহিমের লাশ পাওয়া গেছে। এটা হত্যাকাণ্ড না অন্য কিছু তা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত