Ajker Patrika

আগুনে পুড়ল ঘর, ঈদের আগে খোলা আকাশের নিচে ৩ পরিবার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৩: ৪০
আগুনে পুড়ল ঘর, ঈদের আগে খোলা আকাশের নিচে ৩ পরিবার

কুষ্টিয়ার দৌলতপুরের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিন দিনমজুরের ঘর। এতে ঈদের আগে পথে বসেছে তিনটি পরিবার। আজ সোমবার ভোরে মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড হয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হোসেনাবাদ গড়ের পাড়া এলাকার দিনমজুর শরীফুল ইসলামের বাড়ির রান্নাঘরে সোমবার ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে মিঠুন হোসেন ও সেন্টু হোসেনে নামের আরও দুই দিনমজুরের বাড়িতে। এ ঘটনায় তিন পরিবারের অন্তত চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত মিঠুন হোসেনের স্ত্রী পূর্ণিমা খাতুন বলেন, ‘আগুনে আমাদের সব শেষ ভাই। পরনের কাপড় ছাড়া আর কিছু নাই। ঈদের জন্য যা কেনা-কাটা করছিলাম সব পুড়ে গেছে। আমাদের সব শেষ এই পোড়া বাড়িতে বসে আছি ভাই।’ 

কুষ্টিয়ার দৌলতপুরে সোমবার ভোরে অগ্নিকাণ্ড তিনটি বাড়ি পুড়ে যায়। ছবি: আজকের পত্রিকাস্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, ঘরগুলো টিনের ও বাঁশ দিয়ে তৈরি ছিল, পরিবার তিনটি খুবই গরিব। আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে এখন খোলা আকাশের নিচে তাদের বসবাস করতে হচ্ছে। 

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে তিনিটি পরিবারের টিনের তৈরি ঘর ও ব্যবহারের জিনিসপত্র পুড়ে গেছে। তারা অত্যন্ত অসহায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত