Ajker Patrika

স্বাস্থ্যসেবা ও খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: মেয়র

খুলনা প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২০: ৫৮
স্বাস্থ্যসেবা ও খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: মেয়র

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘স্বাস্থ্যসেবা ও খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিভাগীয় শিশু হাসপাতাল, ডেন্টাল কলেজ, ক্যানসার হাসপাতাল নির্মাণ ও মহানগরীর উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। এত অর্থ কখনো বরাদ্দ আসেনি।’

আজ শুক্রবার খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে জেলা প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) ১৯তম সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে, মেয়র ফিতা কেটে ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

স্বাস্থ্যসেবা আধুনিকায়নে এ সংগঠনের অবদান তুলে ধরে মেয়র বলেন, ‘স্বাস্থ্যসেবা প্রাপ্তি জনগণের মৌলিক অধিকার।’ জনগণের এ অধিকার প্রতিষ্ঠায় তিনি সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি ডা. গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান ও বিপিএমপিএর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বিপিএমপিএর কেন্দ্রীয় মহাসচিব ডা. মো. জামালউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি বিএমএর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও খুলনা জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ। স্বাগত বক্তব্য দেন সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. বঙ্গ কমল বসু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত