কুষ্টিয়া প্রতিনিধি
‘আমি তোকে না পাঠালে আজ এমন হতো না। কই গেলি রে মুনি। পায়ে ধরি ফিরে আই। আপনাদের পায়ে ধরি, যেখান থেকে পারেন আমার ছেলেকে আনে দেন।’ একমাত্র সন্তান হারিয়ে সাংবাদিকদের কাছে এভাবে বিলাপ করছিলেন মোছা. রাশিদা বেগম। ব্যাংকে পাঁচ লাখ টাকা জমা রাখতে গিয়ে নিখোঁজ হন তাঁর ছেলে নাজমুস সাকিব (১৭)।
গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে কুষ্টিয়া জেলার কুমারখালীতে। নিখোঁজ সাকিব নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক-রাশিদা দম্পতির ছেলে।
এদিন দুপুরে জনতা ব্যাংকের কুমারখালী শাখায় পাঁচ লাখ টাকা জমা দিতে বের হয়ে নিখোঁজ হয় সাকিব। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বৃহস্পতিবার রাতেই থানায় লিখিত অভিযোগ করেছেন তার বাবা। সে কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
এ বিষয়ে সাকিবের বাবা আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে জানান, ঘটনার দিন দুপুরে কুমারখালী জনতা ব্যাংকে তাঁর অ্যাকাউন্টে নগদ ৫ লাখ টাকা জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল তাঁর ছেলে। কিন্তু সে ব্যাংকে টাকাও জমা দেয়নি, বাড়িতেও ফিরে আসেনি।
তার দাবি, টাকার জন্য কেউ তাঁর ছেলেকে গুম করতে পারে বা তার ছেলের সঙ্গে খারাপ কিছুও ঘটতে পারে। তিনি দ্রুত ছেলেকে জীবিত উদ্ধারের জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
জনতা ব্যাংক পিএলসি কুমারখালী শাখার ব্যবস্থাপক বদিউজ্জামান বাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুর রাজ্জাক একজন ভালো ব্যবসায়ী। নিয়মিত আমার ব্যাংকে লেনদেন করেন তিনি। তবে ঘটনার দিন রাজ্জাকের হিসাব নম্বরে কোনো লেনদেন হয়নি। তাঁর ছেলেও ব্যাংকে আসেনি।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় লিখিত অভিযোগ করেছেন নিখোঁজ ছাত্রের বাবা। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।’
‘আমি তোকে না পাঠালে আজ এমন হতো না। কই গেলি রে মুনি। পায়ে ধরি ফিরে আই। আপনাদের পায়ে ধরি, যেখান থেকে পারেন আমার ছেলেকে আনে দেন।’ একমাত্র সন্তান হারিয়ে সাংবাদিকদের কাছে এভাবে বিলাপ করছিলেন মোছা. রাশিদা বেগম। ব্যাংকে পাঁচ লাখ টাকা জমা রাখতে গিয়ে নিখোঁজ হন তাঁর ছেলে নাজমুস সাকিব (১৭)।
গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে কুষ্টিয়া জেলার কুমারখালীতে। নিখোঁজ সাকিব নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক-রাশিদা দম্পতির ছেলে।
এদিন দুপুরে জনতা ব্যাংকের কুমারখালী শাখায় পাঁচ লাখ টাকা জমা দিতে বের হয়ে নিখোঁজ হয় সাকিব। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বৃহস্পতিবার রাতেই থানায় লিখিত অভিযোগ করেছেন তার বাবা। সে কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
এ বিষয়ে সাকিবের বাবা আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে জানান, ঘটনার দিন দুপুরে কুমারখালী জনতা ব্যাংকে তাঁর অ্যাকাউন্টে নগদ ৫ লাখ টাকা জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল তাঁর ছেলে। কিন্তু সে ব্যাংকে টাকাও জমা দেয়নি, বাড়িতেও ফিরে আসেনি।
তার দাবি, টাকার জন্য কেউ তাঁর ছেলেকে গুম করতে পারে বা তার ছেলের সঙ্গে খারাপ কিছুও ঘটতে পারে। তিনি দ্রুত ছেলেকে জীবিত উদ্ধারের জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
জনতা ব্যাংক পিএলসি কুমারখালী শাখার ব্যবস্থাপক বদিউজ্জামান বাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুর রাজ্জাক একজন ভালো ব্যবসায়ী। নিয়মিত আমার ব্যাংকে লেনদেন করেন তিনি। তবে ঘটনার দিন রাজ্জাকের হিসাব নম্বরে কোনো লেনদেন হয়নি। তাঁর ছেলেও ব্যাংকে আসেনি।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় লিখিত অভিযোগ করেছেন নিখোঁজ ছাত্রের বাবা। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।’
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
১ মিনিট আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৭ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগে