শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে দুই বৃদ্ধাসহ তিন বৃদ্ধা নারী ও দুই শিশুসহ ৮ জন আহত হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোবিন্দপুর, মানপুর, কাশিমাড়ী, কাছারি ব্রিজ, নওয়াবেঁকী ও গোদাড়া গ্রামে এসব ঘটনা ঘটে।
আহতদের মধ্যে এক নারী ও দুই শিশুসহ পাঁচজনের অবস্থা গুরুতর। ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বজনরা।
আহতরা হলেন কাশিমাড়ী গ্রামের মোনতাসির হোসেন (৭), গোবিন্দপুর গ্রামের সোহাগ বাবু (৭), মানপুর গ্রামের হোসাইন (১৪), কাছারি ব্রিজের আতিয়ার (৫৫), মাসুদ রানা (২৩), নওয়াবেঁকীর সুফিয়া (৫৫), রাশিদা (৬০) ও গোদাড়া গ্রামের দুলি হালদার (৬৫)।
আহতদের স্বজনরা জানায়, বুধবার সকালে এলাকার বাইরে থেকে আসা একটি পাগলা কুকুর মানপুর গ্রামে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা সোহাগকে কামড় দেয়। পরিবারের অপর সদস্যরা এগিয়ে আসার আগে পাগলা কুকুরটি তাঁর মুখের এক পাশ কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। পরবর্তীতে দুপুর ২টার দিকে গোদাড়া এলাকায় পৌঁছানোর আগে পর্যন্ত পথিমধ্যে একে একে অন্যদের মারাত্মকভাবে কামড়ে আহত করে। প্রতিটি ঘটনায় স্বজন কিংবা পথচারীরা এগিয়ে এসে পাগলা ওই কুকুরের কবল থেকে আক্রান্তদের রক্ষা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, রাশেদা বেগম ও সোহাগের মুখসহ মাথায় ভয়ংকরভাবে কামড় দিয়েছে কুকুরটি। তাদের প্রত্যেকের ৪০-৪২টি পর্যন্ত সেলাইয়ের প্রয়োজন হয়েছে।
উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার ফারুক বলেন, পাগলা কুকুরের কামড়ে এলাকার তিনজন আহত হয়েছেন। এখনই আটকাতে না কুকুরটি পারলে আরও অনেক মানুষকে কামড়াতে পারে।
সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে দুই বৃদ্ধাসহ তিন বৃদ্ধা নারী ও দুই শিশুসহ ৮ জন আহত হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোবিন্দপুর, মানপুর, কাশিমাড়ী, কাছারি ব্রিজ, নওয়াবেঁকী ও গোদাড়া গ্রামে এসব ঘটনা ঘটে।
আহতদের মধ্যে এক নারী ও দুই শিশুসহ পাঁচজনের অবস্থা গুরুতর। ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বজনরা।
আহতরা হলেন কাশিমাড়ী গ্রামের মোনতাসির হোসেন (৭), গোবিন্দপুর গ্রামের সোহাগ বাবু (৭), মানপুর গ্রামের হোসাইন (১৪), কাছারি ব্রিজের আতিয়ার (৫৫), মাসুদ রানা (২৩), নওয়াবেঁকীর সুফিয়া (৫৫), রাশিদা (৬০) ও গোদাড়া গ্রামের দুলি হালদার (৬৫)।
আহতদের স্বজনরা জানায়, বুধবার সকালে এলাকার বাইরে থেকে আসা একটি পাগলা কুকুর মানপুর গ্রামে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা সোহাগকে কামড় দেয়। পরিবারের অপর সদস্যরা এগিয়ে আসার আগে পাগলা কুকুরটি তাঁর মুখের এক পাশ কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। পরবর্তীতে দুপুর ২টার দিকে গোদাড়া এলাকায় পৌঁছানোর আগে পর্যন্ত পথিমধ্যে একে একে অন্যদের মারাত্মকভাবে কামড়ে আহত করে। প্রতিটি ঘটনায় স্বজন কিংবা পথচারীরা এগিয়ে এসে পাগলা ওই কুকুরের কবল থেকে আক্রান্তদের রক্ষা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, রাশেদা বেগম ও সোহাগের মুখসহ মাথায় ভয়ংকরভাবে কামড় দিয়েছে কুকুরটি। তাদের প্রত্যেকের ৪০-৪২টি পর্যন্ত সেলাইয়ের প্রয়োজন হয়েছে।
উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার ফারুক বলেন, পাগলা কুকুরের কামড়ে এলাকার তিনজন আহত হয়েছেন। এখনই আটকাতে না কুকুরটি পারলে আরও অনেক মানুষকে কামড়াতে পারে।
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৭ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৩ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৯ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২১ মিনিট আগে