Ajker Patrika

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, ২ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৩, ১০: ৫৭
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, ২ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

ঝিনাইদহ সদরের বানিয়াবহু বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রিংকু বিশ্বাস (৩০) ও মো. নাজমুল (২৬)। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিংকু সদর উপজেলার বাগুটিয়া গ্রামের মৃত রুহুল বিশ্বাসের ছেলে এবং নাজমুল হুদা সুরাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত রুহুল বিশ্বাসের ছেলে রিংকু বিশ্বাসের সঙ্গে সাবেক চেয়ারম্যান কবির হোসেনের রাজনৈতিক বিরোধ চলছিল। এরই জেরে রাতে রিংকু বিশ্বাসের ওপর হামলা চালানো হয়। এ সময় রিংকু বিশ্বাসের সঙ্গে থাকা মো. নাজমুলকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। উভয় পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। 

আহত রিংকুর চাচাতো ভাই লিমন বিশ্বাস বলেন, ‘আমাদের পরাস্ত করার জন্য কবির চেয়ারম্যান নিজে থেকে অন্যদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। রিংকু ও নাজমুলের অবস্থা খুবই খারাপ। সাবেক চেয়ারম্যান কবির ইউনিয়নে বিরোধ সৃষ্টি করে চলেছে।’

নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘ঘটনাস্থল সুরাট ইউনিয়নের মধ্যে। সেখানে আমি বা আমার কোনো লোক ছিল না। নিজেরাই এ ঘটনা ঘটিয়ে আমার ওপর দোষ চাপাচ্ছে। মূলত এই নলডাঙ্গা ইউনিয়ন ও আশপাশের এলাকায় এই লিমন ও রিংকুরা মিলে সব ধরনের মাদক ব্যবসা করে বেড়ায়। আমাদের পরিবারের ওপরও একাধিকবার তারা হামলা করেছে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ।’

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম সিদ্দিকী জানান, আহত দুজনের শারীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। থানায় অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত