গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
বাজারে গেলে হরহামেশায় দেখা মেলে রুই, কাতল, বোয়াল, চিতলসহ নানা ধরনের দেশীয় ও সামুদ্রিক মাছ। তবে কেউ কি কখনো রকেট ইলিশ নামের কোনো মাছের নাম শুনেছেন? সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলায় বাজারে দেখা গেছে রকেট ইলিশ মাছের। অচেনা এই মাছটি দেখতে অনেকে ভিড় করেন বাজারে। বিস্মিত হন এলাকাবাসী।
আজ মঙ্গলবার বাজারে আসা কয়েকজন ব্যক্তি বলেন, বাজারে রকেট ইলিশ মাছ উঠেছে এমন খবরে অনেকে দেখার জন্য ছুটে আসেন। দূর থেকে দেখে মনে হয়েছিল এটি চিতল মাছ। রকেট ইলিশ নামে কোনো মাছের নাম শোনেননি এলাকাবাসী। চোখেও দেখেননি। এই প্রথম গাংনীর বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজারে দেখলেন।
স্থানীয়রা জানান, রকেট ইলিশ মাছটি তাঁদের কাছে অপরিচিত। অনেকেই মাছটি বাজারে দেখতে এসেছেন। প্রথমে মাছটির দাম ৮০০ টাকা বললেও শেষ পর্যন্ত ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ৩ কেজি ৬০০ গ্রাম। কাজল আহমেদ নামের এক দোকানদার এ মাছ কিনেছেন।
করমদী গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘আমি কখনো শুনিনি রকেট ইলিশ নামের মাছ আছে। নতুন মাছ দেখে প্রথমে কয়েকজন মিলে এটা কিনতে চেয়েছিলাম। কিন্তু কেনা হয়নি। প্রথমে ৮০০ টাকা দাম বলেছিল পরে ৩০০ টাকা কেজি বিক্রি করেছে।’
মাছ ক্রেতা কাজল আহমেদ বলেন, ‘প্রথমে মাছটি দেখে ভালো লাগল তাই কিনলাম। প্রথমে ৮০০ টাকা কেজি বললেও পরবর্তীতে ৩০০ টাকা কেজি কিনেছি। তবে রকেট ইলিশ নামে কোনো মাছ আছে তা শুনিনি। নতুন নামের ইলিশ মাছ তাই খেতে মন চাইল। মাছটা কিনে ভালো লাগছে, নতুন মাছ পরিবারের সবাই মিলে খাব।’
মাছ ব্যবসায়ী রতন আলী বলেন, ‘মাছটি কুষ্টিয়া থেকে নিয়ে এসেছি। এটার নাম রকেট ইলিশ। এক দোকানদারের কাছে ৩০০ টাকা কেজিতে বিক্রি করে দিয়েছি। প্রথমে ৮০০ টাকা বললেও কেউ কিনতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ৪০০ বলেছিলাম পরে ৩০০ টাকা কেজি বিক্রি হয়েছে।’
রকেট ইলিশ নামে কোনো মাছ আছে কি না জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ‘হ্যাঁ রকেট ইলিশ নামে মাছ রয়েছে।’
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রকেট ইলিশ নামের কোনো মাছ নেই। মাছ কেনার ব্যাপারেও জনগণকে সতর্ক থাকতে হবে।’
বাজারে গেলে হরহামেশায় দেখা মেলে রুই, কাতল, বোয়াল, চিতলসহ নানা ধরনের দেশীয় ও সামুদ্রিক মাছ। তবে কেউ কি কখনো রকেট ইলিশ নামের কোনো মাছের নাম শুনেছেন? সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলায় বাজারে দেখা গেছে রকেট ইলিশ মাছের। অচেনা এই মাছটি দেখতে অনেকে ভিড় করেন বাজারে। বিস্মিত হন এলাকাবাসী।
আজ মঙ্গলবার বাজারে আসা কয়েকজন ব্যক্তি বলেন, বাজারে রকেট ইলিশ মাছ উঠেছে এমন খবরে অনেকে দেখার জন্য ছুটে আসেন। দূর থেকে দেখে মনে হয়েছিল এটি চিতল মাছ। রকেট ইলিশ নামে কোনো মাছের নাম শোনেননি এলাকাবাসী। চোখেও দেখেননি। এই প্রথম গাংনীর বামন্দী ইউনিয়নের দেবীপুর বাজারে দেখলেন।
স্থানীয়রা জানান, রকেট ইলিশ মাছটি তাঁদের কাছে অপরিচিত। অনেকেই মাছটি বাজারে দেখতে এসেছেন। প্রথমে মাছটির দাম ৮০০ টাকা বললেও শেষ পর্যন্ত ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ৩ কেজি ৬০০ গ্রাম। কাজল আহমেদ নামের এক দোকানদার এ মাছ কিনেছেন।
করমদী গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘আমি কখনো শুনিনি রকেট ইলিশ নামের মাছ আছে। নতুন মাছ দেখে প্রথমে কয়েকজন মিলে এটা কিনতে চেয়েছিলাম। কিন্তু কেনা হয়নি। প্রথমে ৮০০ টাকা দাম বলেছিল পরে ৩০০ টাকা কেজি বিক্রি করেছে।’
মাছ ক্রেতা কাজল আহমেদ বলেন, ‘প্রথমে মাছটি দেখে ভালো লাগল তাই কিনলাম। প্রথমে ৮০০ টাকা কেজি বললেও পরবর্তীতে ৩০০ টাকা কেজি কিনেছি। তবে রকেট ইলিশ নামে কোনো মাছ আছে তা শুনিনি। নতুন নামের ইলিশ মাছ তাই খেতে মন চাইল। মাছটা কিনে ভালো লাগছে, নতুন মাছ পরিবারের সবাই মিলে খাব।’
মাছ ব্যবসায়ী রতন আলী বলেন, ‘মাছটি কুষ্টিয়া থেকে নিয়ে এসেছি। এটার নাম রকেট ইলিশ। এক দোকানদারের কাছে ৩০০ টাকা কেজিতে বিক্রি করে দিয়েছি। প্রথমে ৮০০ টাকা বললেও কেউ কিনতে রাজি হয়নি। শেষ পর্যন্ত ৪০০ বলেছিলাম পরে ৩০০ টাকা কেজি বিক্রি হয়েছে।’
রকেট ইলিশ নামে কোনো মাছ আছে কি না জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ‘হ্যাঁ রকেট ইলিশ নামে মাছ রয়েছে।’
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রকেট ইলিশ নামের কোনো মাছ নেই। মাছ কেনার ব্যাপারেও জনগণকে সতর্ক থাকতে হবে।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১০ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে