Ajker Patrika

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে স্বামীর মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

প্রতিনিধি, অভয়নগর (যশোর)
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে স্বামীর মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার

যশোরের অভয়নগরে ঘরের মধ্যে বোমা তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত শফিকুল ইসলাম ওরফে শপ্পা (৩৩) নামের এক যুবক মারা গেছেন। আজ বুধবার সকালে ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় যুবকের স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অভয়নগর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শপ্পা কার্পেটিং বাজার এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে। 

গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজঘাট এলাকায় কার্পেটিং জুট মিল সংলগ্ন বাজারে ঘরের মধ্যে রাত আনুমানিক সাড়ে ১২টায় বোমা তৈরি করছিলেন শপ্পা। এ সময় বিকট শব্দে বোমা বিস্ফোরণ হলে উড়ে যায় ঘরের টিনের চাল, দেয়ালে সৃষ্টি হয় ফাটল। মুখমণ্ডলসহ শরীরের সামনের অংশ ঝলসে গিয়ে গুরুতর আহত হয় শপ্পা। আহত শপ্পাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তাঁকে ঢাকায় অবস্থিত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, ‘ঘটনার দিন রাতে ওই ঘর থেকে বিস্ফোরিত বোমার স্প্রিন্টার, বোমা তৈরির সরঞ্জাম, একটি হাতুড়ি, ক্যান ভর্তি পেট্রল-অকটেন ও ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে।' 

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে শফিকুল ইসলাম ওরফে শপ্পা ও তাঁর স্ত্রী ফাতেমা আক্তার সুইটিসহ অজ্ঞাতনামা ৩ / ৪ জনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁর স্ত্রীকে গ্রেপ্তারের পর যশোর আদালতে পাঠানো হয়েছে। এর আগেও শপ্পার বিরুদ্ধে অপহরণ, হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত