খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়ের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ জানিয়েছেন ওই ডিসিপ্লিনেরই ২২ শিক্ষার্থী। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক বিটপ শোভন বাছাড়কে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। যদিও সব ঘটনাকেই সাজানো ও ষড়যন্ত্র দাবি অভিযুক্ত শিক্ষকের।
জানা যায়, ওই ডিসিপ্লিনের ২২ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর যৌন নিপীড়ন প্রতিরোধ সেল তদন্ত করছে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের লিখিত অভিযোগে জানা যায়, বিভিন্ন সময় নিজ ডিসিপ্লিনের ছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে যৌন হয়রানির করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। যে ছাত্রীদের তিনি পছন্দ করেন তাদের বেশি সুযোগ-সুবিধা দেন। ফিগার পেইন্টিংয়ের ক্ষেত্রে ছাত্রীদের আপত্তিকর কথা বলতেন এবং সে অনুযায়ী কাজও করতে বলতেন। তিনি ছেলেদের কোনোভাবে সহ্য করতে পারতেন না।
অভিযোগে আরও জানানো হয়, বিভিন্নভাবে নিজেকে গুরু মানতে বাধ্য করার চেষ্টা করতেন ওই শিক্ষক। যেসব শিক্ষার্থী তাঁর শিষ্যত্ব গ্রহণ করবেন, তাঁদের সব সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানাতেন। ড্রয়িং ও পেইন্টিং শেখানোর ক্ষেত্রে এই গুরু-শিষ্য চর্চা সীমাবদ্ধ ছিল না। যারা শিষ্যত্ব গ্রহণ করবেন তাঁদের সবকিছু ত্যাগ করতে বলতেন তিনি। যখন-তখন তাঁকে সময় দিতে হবে এবং বয়ফ্রেন্ড থাকলে চলবে না বলেও শর্ত দিয়ে আসছেন।
ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক ছাত্রীদের তাঁর সঙ্গে একা দেখা করতে বলতেন। যদি কোনো ছাত্রী কাউকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতেন তাহলে ধমক দিয়ে বের করে দিতেন। এ ছাড়া ছাত্রীদের একা দেখলে জোর করে বাসায় পৌঁছে দেওয়ার অভিযোগও আছে।
অভিযোগে আরও জানা যায়, পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রেও হয়রানির অভিযোগ রয়েছে। যাঁরা ওই শিক্ষকের সঙ্গে কম যোগাযোগ করেন, তাঁদের কম নম্বর দেওয়া হয়। পছন্দের বাইরের কোনো শিক্ষার্থী প্রয়োজনে ফোন বা যোগাযোগ করলে সাহায্য করেন না।
তবে অভিযুক্ত শিক্ষক বিটপ শোভন বাছাড়ের দাবি, এ ধরনের কোনো কাজ তিনি করেননি। কারও ইন্ধনে এমনটা হচ্ছে বলে তিনি মনে করেন।
অভিযুক্ত শিক্ষক বিটপ শোভন বাছাড় বলেন, ‘অভিযোগের ব্যাপারে আমি বিস্তারিত জানি না। অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয় থেকে এখনো কোনো পত্র দেওয়া হয়নি। শুধু ডিসিপ্লিন প্রধান বরাবর সাময়িক অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে।
তাঁর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের বিষয়ে বলেন, ‘বিভিন্ন সময় নিজ ডিসিপ্লিনে অনেক কিছুর প্রতিবাদ করায় এমন হঠাৎ অভিযোগ এসেছে মনে করি। এ ছাড়া কোনো ধরনের বাজে পলিটিকসের শিকার হয়ে শিক্ষার্থীরা কারও দ্বারা প্রভাবিত হয়ে এ ধরনের অভিযোগ করেছেন।’
গুরু-শিষ্যের ব্যাপারে অভিযুক্ত শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীরা আসলে এ টার্মই বোঝে না। যার জন্য তাঁরা বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করছে।’
এদিকে খুবির যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের প্রধান মোসা. তাসলিমা খাতুন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নেওয়া হয়েছে।
এদিকে অপ্রীতিকর এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিব্রত বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। রেজিস্ট্রার বলেন, সবকিছু সুচারুভাবে তদন্ত করা হচ্ছে। সর্বশেষ অভিযোগ পাওয়ার পর ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়ের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ জানিয়েছেন ওই ডিসিপ্লিনেরই ২২ শিক্ষার্থী। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক বিটপ শোভন বাছাড়কে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। যদিও সব ঘটনাকেই সাজানো ও ষড়যন্ত্র দাবি অভিযুক্ত শিক্ষকের।
জানা যায়, ওই ডিসিপ্লিনের ২২ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর যৌন নিপীড়ন প্রতিরোধ সেল তদন্ত করছে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের লিখিত অভিযোগে জানা যায়, বিভিন্ন সময় নিজ ডিসিপ্লিনের ছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে যৌন হয়রানির করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। যে ছাত্রীদের তিনি পছন্দ করেন তাদের বেশি সুযোগ-সুবিধা দেন। ফিগার পেইন্টিংয়ের ক্ষেত্রে ছাত্রীদের আপত্তিকর কথা বলতেন এবং সে অনুযায়ী কাজও করতে বলতেন। তিনি ছেলেদের কোনোভাবে সহ্য করতে পারতেন না।
অভিযোগে আরও জানানো হয়, বিভিন্নভাবে নিজেকে গুরু মানতে বাধ্য করার চেষ্টা করতেন ওই শিক্ষক। যেসব শিক্ষার্থী তাঁর শিষ্যত্ব গ্রহণ করবেন, তাঁদের সব সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানাতেন। ড্রয়িং ও পেইন্টিং শেখানোর ক্ষেত্রে এই গুরু-শিষ্য চর্চা সীমাবদ্ধ ছিল না। যারা শিষ্যত্ব গ্রহণ করবেন তাঁদের সবকিছু ত্যাগ করতে বলতেন তিনি। যখন-তখন তাঁকে সময় দিতে হবে এবং বয়ফ্রেন্ড থাকলে চলবে না বলেও শর্ত দিয়ে আসছেন।
ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক ছাত্রীদের তাঁর সঙ্গে একা দেখা করতে বলতেন। যদি কোনো ছাত্রী কাউকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতেন তাহলে ধমক দিয়ে বের করে দিতেন। এ ছাড়া ছাত্রীদের একা দেখলে জোর করে বাসায় পৌঁছে দেওয়ার অভিযোগও আছে।
অভিযোগে আরও জানা যায়, পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রেও হয়রানির অভিযোগ রয়েছে। যাঁরা ওই শিক্ষকের সঙ্গে কম যোগাযোগ করেন, তাঁদের কম নম্বর দেওয়া হয়। পছন্দের বাইরের কোনো শিক্ষার্থী প্রয়োজনে ফোন বা যোগাযোগ করলে সাহায্য করেন না।
তবে অভিযুক্ত শিক্ষক বিটপ শোভন বাছাড়ের দাবি, এ ধরনের কোনো কাজ তিনি করেননি। কারও ইন্ধনে এমনটা হচ্ছে বলে তিনি মনে করেন।
অভিযুক্ত শিক্ষক বিটপ শোভন বাছাড় বলেন, ‘অভিযোগের ব্যাপারে আমি বিস্তারিত জানি না। অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয় থেকে এখনো কোনো পত্র দেওয়া হয়নি। শুধু ডিসিপ্লিন প্রধান বরাবর সাময়িক অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে।
তাঁর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের বিষয়ে বলেন, ‘বিভিন্ন সময় নিজ ডিসিপ্লিনে অনেক কিছুর প্রতিবাদ করায় এমন হঠাৎ অভিযোগ এসেছে মনে করি। এ ছাড়া কোনো ধরনের বাজে পলিটিকসের শিকার হয়ে শিক্ষার্থীরা কারও দ্বারা প্রভাবিত হয়ে এ ধরনের অভিযোগ করেছেন।’
গুরু-শিষ্যের ব্যাপারে অভিযুক্ত শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীরা আসলে এ টার্মই বোঝে না। যার জন্য তাঁরা বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করছে।’
এদিকে খুবির যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের প্রধান মোসা. তাসলিমা খাতুন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নেওয়া হয়েছে।
এদিকে অপ্রীতিকর এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিব্রত বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। রেজিস্ট্রার বলেন, সবকিছু সুচারুভাবে তদন্ত করা হচ্ছে। সর্বশেষ অভিযোগ পাওয়ার পর ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে