Ajker Patrika

শ্যামনগরে লরির ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

সাতক্ষীরা ও শ্যামনগর রতিনিধি 
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৭: ৪৯
শ্যামনগরে লরির ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দ্রুতগামী লরির ধাক্কায় জামিলা আক্তার মিম (১২) নামের এক মাদ্রাসাছাত্রী মারা গেছে। এতে আহত হয়েছেন লরির চালক আবুবকর সিদ্দিকী বাবু। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি কালবোট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামিলা আক্তার মিম একই উপজেলার কাটলা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং ভামিয়াপোড়া আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আহত চালক বাবু বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শ্রীফলাকাটি গ্রামের তামজিদ হাসান নামের এক প্রত্যক্ষদর্শী জানান, জামিলা আক্তার মিম খালার সঙ্গে শ্রীফলাকাটি বাজারে যাচ্ছিল। পথে দ্রুতগামী লরি তাকে ধাক্কা দেয়। এরপর তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। 

এদিকে মিমকে চাপা দিয়ে সামনে গিয়ে লরিটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে চালক আবুবক্কার সিদ্দিকী বাবু গুরুতর আহত হন। তাঁকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাবুকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ মোর্শেদ জানান, এ ঘটনায় শ্যামনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত