খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একটি নলকূপ কক্ষের তালা ভেঙে পানির পাম্প চুরি করেছে দুর্বৃত্তরা। গত ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবন সংলগ্ন কেন্দ্রীয় গভীর নলকূপ কক্ষে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ক্যাম্পাসের একাডেমিক ভবন সংলগ্ন কেন্দ্রীয় গভীর নলকূপ কক্ষে থেকে প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে চুরির ঘটনাটি ঘটে। যা চরম নিরাপত্তার ঘাটতি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
চুরির ঘটনা তদন্তে ইতিমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান অধ্যাপক আব্দুল্লাহ আবুসাইদ খান বলেন, আমরা নিরাপত্তা প্রহরী, ইঞ্জিনিয়ার সেকশনের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে দুবার বসেছি। সিসিটিভি ফুটেজ চেক করে দুজনকে সন্দেহজনকভাবে দেখা গেছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি খুব শিগগিরই চোরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারব।
পানি সরবরাহের দায়িত্বে থাকা সহকারী ইঞ্জিনিয়ার শেখ মো. সাইফুল আলম বাদশা বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযোগ দেওয়ার পরপরই শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এ বিষয়ে নিরাপত্তা প্রহরী সাইদ বলেন, ঘটনার দিন রাতে প্রহরার দায়িত্ব পালন করা হলেও কীভাবে চুরি হলো, তা স্পষ্ট নয়। এত নিরাপত্তার সঙ্গেও এই চুরির ঘটনা ঘটেছে এর সঙ্গে অনেকে জড়িত থাকতে পারেন। কারণ এই পাম্প এত ভারী যে এক-দুজন তোলা অসম্ভব।
চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একটি নলকূপ কক্ষের তালা ভেঙে পানির পাম্প চুরি করেছে দুর্বৃত্তরা। গত ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবন সংলগ্ন কেন্দ্রীয় গভীর নলকূপ কক্ষে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ক্যাম্পাসের একাডেমিক ভবন সংলগ্ন কেন্দ্রীয় গভীর নলকূপ কক্ষে থেকে প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে চুরির ঘটনাটি ঘটে। যা চরম নিরাপত্তার ঘাটতি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
চুরির ঘটনা তদন্তে ইতিমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান অধ্যাপক আব্দুল্লাহ আবুসাইদ খান বলেন, আমরা নিরাপত্তা প্রহরী, ইঞ্জিনিয়ার সেকশনের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে দুবার বসেছি। সিসিটিভি ফুটেজ চেক করে দুজনকে সন্দেহজনকভাবে দেখা গেছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি খুব শিগগিরই চোরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারব।
পানি সরবরাহের দায়িত্বে থাকা সহকারী ইঞ্জিনিয়ার শেখ মো. সাইফুল আলম বাদশা বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযোগ দেওয়ার পরপরই শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এ বিষয়ে নিরাপত্তা প্রহরী সাইদ বলেন, ঘটনার দিন রাতে প্রহরার দায়িত্ব পালন করা হলেও কীভাবে চুরি হলো, তা স্পষ্ট নয়। এত নিরাপত্তার সঙ্গেও এই চুরির ঘটনা ঘটেছে এর সঙ্গে অনেকে জড়িত থাকতে পারেন। কারণ এই পাম্প এত ভারী যে এক-দুজন তোলা অসম্ভব।
চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২৪ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৩৯ মিনিট আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৪ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৪ ঘণ্টা আগে