Ajker Patrika

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

­যশোর প্রতিনিধি
সবিতা রাণী দে। ছবি: সংগৃহীত
সবিতা রাণী দে। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে গত বছরের সেপ্টেম্বরে গরুর খাবার সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ সবিতা রাণী দে (৫০)। ৩৩ ঘণ্টা পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রায় পাঁচ মাস পর পুলিশ ভিসেরা প্রতিবেদন হাতে পেলেও বিষয়টি সম্প্রতি জানাজানি হয়। প্রতিবেদনে ওই গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের দেবপাড়া এলাকা থেকে গৃহবধূ সবিতা রাণী দের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তা সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সম্প্রতি সেই ভিসেরার প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ।

মরদেহ উদ্ধারের এক দিন পর গত ২৫ সেপ্টেম্বর গৃহবধূ সবিতা রাণী দের স্বামী মিলন কুমার দে বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। মামলায় প্রতিবেশী ভাটপাড়া গ্রামের দেবপাড়া এলাকার নিয়ামুল শেখ (২৬), তাঁর বাবা রমজান শেখ (৪৯) ও চাচা ইউনুস শেখের (৪১) নাম উল্লেখ করেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তারও করেছে। তিনজনের মধ্যে নিয়ামুল শেখ কারাগারে আছেন। অন্য দুজন জামিনে মুক্তি পেয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর সকালে গরুর খাবার সংগ্রহ করতে বাড়ির পাশে বাঁশবাগানে যান ওই গৃহবধূ। এরপর তিনি বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করেন। নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর বাড়ির পাশে বাঁশবাগানসংলগ্ন নিয়ামুল শেখের শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, সনাতনী ওই গৃহবধূর স্বামী শিঙাড়া, পুরি ও চায়ের দোকানি। স্থানীয় ভাটপাড়া বাজারে তাঁর দোকান রয়েছে। তাঁদের দুই মেয়ের বিয়ে হয়েছে। বাড়িতে স্বামী-স্ত্রী দুজন থাকতেন।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই গৃহবধূর মরদেহের ভিসেরা প্রতিবেদন কিছু দিন আগে পাওয়া গেছে। প্রতিবেদনে তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। তদন্ত শেষে মামলার অভিযোগপত্র আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত