ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। এতে পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, ঈশ্বরদী পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দেড়’শ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার বাদী হয়েছেন শহরের শৈলপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. নজরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়।
পুলিশ জানায়, গুলিবর্ষণ, হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭১ জনের নাম উল্লেখসহ দেড়’শ নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। সাবেক এমপি গালিবুর রহমান শরীফকে মামলার প্রধান আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী নজরুল ইসলাম উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ঈশ্বরদীতে ছাত্র-জনতা একত্রিত হয়ে গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার পশ্চিমটেংরি কাচারিপাড়া আলহেরা জামে মসজিদ সংলগ্ন রাস্তায় জমায়েত হলে আসামিরা পর পর ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জনমনে আতঙ্ক, ভীতিকর ও ত্রাসের অবস্থা সৃষ্টি করে তারা। জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করলে আসামিরা তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। তাঁর বাম পায়ে গুলি লাগে।
তিনি মামলায় আরও উল্লেখ করেন, ‘একইভাবে রাশেদুল ইসলাম রিপনের ওপর হামলা চালিয়ে আহত ও গুলিবিদ্ধ করা হয়। আসামিরা এ সময় বাদী নজরুল ইসলামকে গলার ওপর পা চেপে রেখে লোহার রড ও হাতুড়ি দিয়ে বিভিন্ন স্থানে আঘাত করে এবং তাঁর পকেট থেকে ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলি মালিথা, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।
উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি, পৌর ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সজীব মালিথা, পৌরসভার কাউন্সিলর আবুল হাশেম, আব্দুল লতিফ মিন্টু ও কামাল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মামলা আসামি।
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। এতে পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, ঈশ্বরদী পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দেড়’শ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার বাদী হয়েছেন শহরের শৈলপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. নজরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়।
পুলিশ জানায়, গুলিবর্ষণ, হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭১ জনের নাম উল্লেখসহ দেড়’শ নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। সাবেক এমপি গালিবুর রহমান শরীফকে মামলার প্রধান আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী নজরুল ইসলাম উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ঈশ্বরদীতে ছাত্র-জনতা একত্রিত হয়ে গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার পশ্চিমটেংরি কাচারিপাড়া আলহেরা জামে মসজিদ সংলগ্ন রাস্তায় জমায়েত হলে আসামিরা পর পর ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জনমনে আতঙ্ক, ভীতিকর ও ত্রাসের অবস্থা সৃষ্টি করে তারা। জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করলে আসামিরা তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। তাঁর বাম পায়ে গুলি লাগে।
তিনি মামলায় আরও উল্লেখ করেন, ‘একইভাবে রাশেদুল ইসলাম রিপনের ওপর হামলা চালিয়ে আহত ও গুলিবিদ্ধ করা হয়। আসামিরা এ সময় বাদী নজরুল ইসলামকে গলার ওপর পা চেপে রেখে লোহার রড ও হাতুড়ি দিয়ে বিভিন্ন স্থানে আঘাত করে এবং তাঁর পকেট থেকে ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলি মালিথা, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।
উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি, পৌর ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সজীব মালিথা, পৌরসভার কাউন্সিলর আবুল হাশেম, আব্দুল লতিফ মিন্টু ও কামাল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মামলা আসামি।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে