Ajker Patrika

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেল ৬৪ ভারতীয় জেলে

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৯: ৪৯
প্রিজন ভ্যানে করে যাচ্ছেন জেলেরা। ছবি: আজকের পত্রিকা
প্রিজন ভ্যানে করে যাচ্ছেন জেলেরা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাট জেলা কারাগার থেকে ৬৪ ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরের সময় কারাগার কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্ট গার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে কোস্টগার্ডের সদস্যরা নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় জেলেদের মোংলায় নিয়ে যান।

বাগেরহাট জেলা কারাগার সূত্রে জানা গেছে, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে গত বছর ১৮ অক্টোবর ৪৮ এবং ২২ নভেম্বর ১৬ ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড ও নৌ বাহিনী। আটকদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য আহরণ আইনের ২২ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠায় মোংলা থানা। পরে আদালতের নির্দেশে তাঁদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাঁদের মুক্তির আদেশ দেন।

বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার বলেন, আদালতের জামিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ভারতীয় ৬৪ বন্দীকে সকলের উপস্থিতিতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড মোংলা জোনের এক কর্মকর্তা বলেন, কারা কর্তৃপক্ষ ভারতীয় জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী নির্দেশনা পেলে তাঁদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত