Ajker Patrika

খুবির ইনোভেশন ক্লাবের নেতৃত্বে চিরঞ্জিত-সোহাগ

খুবি প্রতিনিধি 
চিরঞ্জিত পাল ও সোহাগ চন্দ্র। ছবি: সংগৃহীত
চিরঞ্জিত পাল ও সোহাগ চন্দ্র। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইনোভেশন ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ২০২৫ ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চিরঞ্জিত পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহাগ চন্দ্র। আজ সোমবার ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহসভাপতি পদে মনোনীত হয়েছেন রিদওয়ান আল জাওয়াদ (আন্তর্জাতিক) ও আশা আক্তার (বহিঃসম্পর্ক)। সহকারী সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইমন কুমার সাহা বিষ্ণুপদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ম ই ম ফাহাদ এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবেন তাওহীদুজ্জামান ফিরোজ।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শবনম মুস্তারী, আর তাঁর সহকারী হিসেবে রয়েছেন সৌরভ কুমার ভৌমিক। প্রকাশনা সম্পাদক হয়েছেন শ্যামলী নন্দী ও তাঁর সহকারী হিসেবে থাকবেন কবিয়া খানম। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দীপঙ্কর পাল ও সহকারী অর্থ সম্পাদক হিসেবে কাজ করবেন বিষ্ণু বিশ্বাস সুলভ। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কোমানিং চাকমা এবং সহকারী দপ্তর সম্পাদক অর্ণব কণ্ডু। জনসংযোগ সম্পাদক হিসেবে থাকবেন শুভদীপ গোলদার।

নতুন কমিটিতে বিভিন্ন বিশেষায়িত শাখারও দায়িত্ব বণ্টন করা হয়েছে। বিজ্ঞান শাখার পরিচালক হয়েছেন আল্পনা বৈদ্য, প্রযুক্তি শাখার পরিচালক মো. আতীকুল ইসলাম, দর্শন শাখার পরিচালক জয়দেব পাল এবং উদ্যোক্তা শাখার পরিচালক অনিমেষ দাস তীর্থ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত