Ajker Patrika

‘সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগ করতে হবে’

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৩৯
‘সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগ করতে হবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ বলেছেন, ‘সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগ করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান ক্ষমতাসীনদের অধীনে হবে না, হতে দেওয়া হবে না।’ 

আজ রোববার বেলা ৩টার দিকে খুলনা শহরের শিববাড়ী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা জেলা ও মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ইউনুছ আহমদ বলেন, দেশে কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই। গুম-খুনের আতঙ্কে মানুষ উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর ডিম ফর্মুলা দেশব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে। সরকারের মন্ত্রী-এমপিরা আজ সরাসরি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মেহনতি মানুষ আজ অসহায়। 

তিনি আরও বলেন, আজ দেশের মানুষ দিশেহারা, লাঞ্ছিত, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। যারা জনগণের ভোটাধিকার হরণ করছে, যারা দেশের সম্পদ লুটপাট করে নিজেরা সম্পদের পাহাড় গড়েছে, যারা দেশের জনগণের কথা ভাবে না, তারা ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। 

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা মোহাম্মদ শোয়াইব হোসেন। 

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন ও জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালিবের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের নগর সহসভাপতি মুফতি আমানুল্লাহ্, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান ও শেখ মো. নাসির উদ্দিনসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত