Ajker Patrika

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব বাঁচতে চান

খুবি প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৮: ৪৩
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব বাঁচতে চান

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রসায়ন ডিসিপ্লিনের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রাকিব। ক্যাম্পাসের নানামুখী কর্মকাণ্ডে সরব রাকিব এখন অনেকটাই নীরব। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। এ অবস্থায় কিডনি প্রতিস্থাপনে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তাঁর চিকিৎসা সম্ভব হচ্ছে না।

বরগুনার বাসিন্দা রাকিবের বাবা একজন স্কুলশিক্ষক। ২০১৭ সালে তাঁর বড় ভাইয়েরও কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হয়েছিল। পরপর দুই ভাইয়ের কিডনি ট্রান্সপ্লান্টের মতো ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে তাঁদের পরিবার প্রায় নিঃস্ব। চিকিৎসার খরচ জোগাতে পারলেই বাবার কিডনিতে সেরে উঠবেন সদা হাস্যোজ্জ্বল রাকিব। তাই তাঁর পরিবার ও সহপাঠীরা বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন করেছেন।

মহিউদ্দিন রাকিব বলেন, ‘গত ২২ জুলাই আমার সর্বশেষ চেকআপ করিয়েছি। এর আগপর্যন্ত যেটুকু আশা ছিল, এখন তা-ও আর নেই। পরিবার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, কিডনি ট্রান্সপ্লান্ট করব। আমার ক্রিয়েটিনিন যেহেতু অনেক বেড়ে গেছে, তাই এর মধ্যে হয়তো কিছুদিন ডায়ালাইসিস করতে হবে। যেহেতু আমার অসুস্থতা দ্রুত বেড়েছে, তাই তখনো আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না। পরিবারের সবাই তখনো জানত না, তাই সবাইকে অপেক্ষা করতে বলেছিলাম। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিডনি ট্রান্সপ্লান্টের দিকেই যেতে হবে।’

রাকিবের সহপাঠী শওকত রায়হান (সবুজ) বলেন, ‘আমাদের বন্ধু রাকিব খুবই বিনয়ী। সবার বিপদে-আপদে পাশে দাঁড়াত। ওর এখন দুটি কিডনিই বিকল হয়ে আছে। এখন কিডনি প্রতিস্থাপনের জন্য ২০-২২ লাখ টাকা ওর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। কিন্তু আমরা সবাই মিলে এগিয়ে এলে হয়তো রাকিব আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। সবার কাছে অনুরোধ, যায় যার জায়গা থেকে এগিয়ে আসুন।’

রাকিবের জন্য সাহায্য পাঠাতে বিকাশ: ০১৮৬৭৭৭৭৯৮৯, ০১৭৯২১৮১১০২, নগদ: ০১৬২৫৯৫৪৫০৩, ০১৮২৫৮৬০৬১৪, রকেট: ০১৬২৫৯৫৪৫০৩, ০১৫১৭৮৪৮৮৩৮।

অগ্রণী ব্যাংক লিমিটেড: 
অ্যাকাউন্ট: ০২০০০২০৭৯৭৫৭১
অ্যাকাউন্ট নাম: দেবাশীষ পাল

ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড: 
অ্যাকাউন্ট: ১২০১০৫০০৯৩৮০৪
অ্যাকাউন্ট নাম: দেবাশীষ পাল

এ ছাড়া যেকোনো তথ্যের জন্য খুবির রসায়ন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. জামিল আহমেদের সঙ্গে যোগাযোগ (০১৭১৬৬০২০০২) করার অনুরোধ করেছেন রাকিবের সহপাঠীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত