প্রতিনিধি, ঝিকরগাছা, (যশোর)
৩৪ বছর আগে সংসারের চাকা ঘুরাতে এক লিটার গরুর দুধ আর কিছু চা পাতা নিয়ে বেত্রাবতী নদীর বাগে চায়ের দোকান শুরু করেছিলেন সিরাজুল ইসলাম। তিন দিন লেগেছিল সেই এক লিটার দুধের চা বিক্রি করতে। এখন সেই ছোট্ট দোকানটিতেই চা বিক্রি করতে প্রতিদিন প্রয়োজন হয় ৬০-৬৫ লিটার গরুর দুধ। বিভিন্ন উৎসবের দিনগুলোতে লেগে যায় অন্তত দুই' শ লিটার দুধ। এই দোকানের চায়ের একটা নামও হয়েছে। 'বাগের চা'। সিরাজুল ইসলামের এই দোকানের খ্যাতি এই 'বাগের চা' এর নাম ধরেই।
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম। সেখানে বেত্রাবতী নদীর বাগে চা দোকানটিতে সব সময় থাকে লোকজনে ভরপুর। ওই দোকানটিই সিরাজুলের বাগের চা দোকান। যশোর জেলাজুড়ে যে কয়েকটি জায়গার চা নাম কামিয়েছে 'বাগের চা' তার মধ্যে অন্যতম। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে আসেন শুধু এই চায়ের স্বাদ নিতে।
সাতক্ষীরা থেকে আসা শরিফুল ইসলাম বলেন, তাঁরা তিন বন্ধু বাগের চা খেতেই এখানে এসেছেন। বেনাপোল থেকে আসা রাকিব হাসান বলেন, 'বাগের চায়ের নাম শুনে এসেছি। চা বেশ ভালো লেগেছে।'
স্থানীয় সংবাদকর্মী ইসমাইল হোসেন বলেন, এখানে আসা-যাওয়ার রাস্তা ভালো না থাকার পরও অনেক দূর থেকেও মানুষ এখানে আসেন শুধু এই চা খাওয়ার জন্য।
জানা যায়, ১৯৭৭ সালে অভাবের সংসার চালাতে এক লিটার দুধ আর অল্প চা নিয়ে বেত্রাবতী নদীর বাগে শুরু করেছিলেন এই দোকান। টং দোকানের সেই শুরুর দিনের সেই এক লিটার দুধের চা বিক্রি করেছে তিন দিন ধরে। এখন আর এই দোকানের কথা বলার অপেক্ষা রাখে না। সুপরিচিত বাগের চায়ের সঙ্গে চলে রং চাও। সিরাজুল ইসলাম ও স্ত্রী রাহিমা খাতুন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চা বেচাকেনা করেন। প্রতিদিন প্রায় ৫-৭ হাজার টাকার শুধু চা বিক্রি করেন তাঁরা। নদীর বাগে দোকান আর সেই দোকানের মজার চা। দুটো মিলেই হয়ে উঠলো 'বাগের চা'।
সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'ভালো চা পাতি, আর জ্বাল দেওয়া ঘন দুধের মিক্সিং এর মধ্যেই বাগের চায়ের বিশেষত্ব ও মূলমন্ত্র।'
দীর্ঘদিনের চা বিক্রির টাকায় চার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন তিনি। সন্তানদের একজন শিক্ষকতার মত মহান পেশায়। সিরাজুল ইসলাম এখন তার বাগের চায়ের দোকানের পাশাপাশি গড়ে তুলেছেন কফি হাউজ। এখন সেখানে পাওয়া যায় রং চা, কফি এবং সুপরিচিত 'বাগের চা'।
৩৪ বছর আগে সংসারের চাকা ঘুরাতে এক লিটার গরুর দুধ আর কিছু চা পাতা নিয়ে বেত্রাবতী নদীর বাগে চায়ের দোকান শুরু করেছিলেন সিরাজুল ইসলাম। তিন দিন লেগেছিল সেই এক লিটার দুধের চা বিক্রি করতে। এখন সেই ছোট্ট দোকানটিতেই চা বিক্রি করতে প্রতিদিন প্রয়োজন হয় ৬০-৬৫ লিটার গরুর দুধ। বিভিন্ন উৎসবের দিনগুলোতে লেগে যায় অন্তত দুই' শ লিটার দুধ। এই দোকানের চায়ের একটা নামও হয়েছে। 'বাগের চা'। সিরাজুল ইসলামের এই দোকানের খ্যাতি এই 'বাগের চা' এর নাম ধরেই।
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম। সেখানে বেত্রাবতী নদীর বাগে চা দোকানটিতে সব সময় থাকে লোকজনে ভরপুর। ওই দোকানটিই সিরাজুলের বাগের চা দোকান। যশোর জেলাজুড়ে যে কয়েকটি জায়গার চা নাম কামিয়েছে 'বাগের চা' তার মধ্যে অন্যতম। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে আসেন শুধু এই চায়ের স্বাদ নিতে।
সাতক্ষীরা থেকে আসা শরিফুল ইসলাম বলেন, তাঁরা তিন বন্ধু বাগের চা খেতেই এখানে এসেছেন। বেনাপোল থেকে আসা রাকিব হাসান বলেন, 'বাগের চায়ের নাম শুনে এসেছি। চা বেশ ভালো লেগেছে।'
স্থানীয় সংবাদকর্মী ইসমাইল হোসেন বলেন, এখানে আসা-যাওয়ার রাস্তা ভালো না থাকার পরও অনেক দূর থেকেও মানুষ এখানে আসেন শুধু এই চা খাওয়ার জন্য।
জানা যায়, ১৯৭৭ সালে অভাবের সংসার চালাতে এক লিটার দুধ আর অল্প চা নিয়ে বেত্রাবতী নদীর বাগে শুরু করেছিলেন এই দোকান। টং দোকানের সেই শুরুর দিনের সেই এক লিটার দুধের চা বিক্রি করেছে তিন দিন ধরে। এখন আর এই দোকানের কথা বলার অপেক্ষা রাখে না। সুপরিচিত বাগের চায়ের সঙ্গে চলে রং চাও। সিরাজুল ইসলাম ও স্ত্রী রাহিমা খাতুন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চা বেচাকেনা করেন। প্রতিদিন প্রায় ৫-৭ হাজার টাকার শুধু চা বিক্রি করেন তাঁরা। নদীর বাগে দোকান আর সেই দোকানের মজার চা। দুটো মিলেই হয়ে উঠলো 'বাগের চা'।
সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'ভালো চা পাতি, আর জ্বাল দেওয়া ঘন দুধের মিক্সিং এর মধ্যেই বাগের চায়ের বিশেষত্ব ও মূলমন্ত্র।'
দীর্ঘদিনের চা বিক্রির টাকায় চার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন তিনি। সন্তানদের একজন শিক্ষকতার মত মহান পেশায়। সিরাজুল ইসলাম এখন তার বাগের চায়ের দোকানের পাশাপাশি গড়ে তুলেছেন কফি হাউজ। এখন সেখানে পাওয়া যায় রং চা, কফি এবং সুপরিচিত 'বাগের চা'।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে