Ajker Patrika

যশোরের শার্শায় ১৪টি সোনার বার উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় ১৪টি সোনার বার উদ্ধার

ভারতে পাচারের সময় যশোরের শার্শায় এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার রাতে উপজেলার পাঁচ ভুলাট সীমান্ত থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল বুধবার রাত ১০টার দিকে বিজিবির একটি দল অভিযান চালিয়ে সোনার চালানটি আটক করে।

বিজিবি জানায়, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পাঁচ ভুলাট সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় একজন লোককে সীমান্তের শূন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাঁকে থামতে বলে। এ সময় ওই ব্যক্তি ইছামতী নদীতে ঝাঁপ দিলে তাঁর কাছে থাকা একটি পোঁটলা পড়ে যায়। পোঁটলাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে এর মধ্যে ১৪টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি সোনার চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত