Ajker Patrika

খুলনার সবচেয়ে বড় ঈদের জামাত হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে

খুবি প্রতিনিধি 
সরেজমিনে খুবির কেন্দ্রীয় মাঠ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা
সরেজমিনে খুবির কেন্দ্রীয় মাঠ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

খুলনার সবচেয়ে বড় ঈদের জামাত খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হবে ৷ খুবির কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে মাঠকে জামাতের উপযোগী করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিশেষ করে, মাঠ পরিষ্কার করে বাঁশ পুঁতে ও শামিয়ানা টাঙিয়ে প্যান্ডেল তৈরির কাজ চলছে। এ ছাড়া ইতিমধ্যে মাঠে ‘ঈদ মোবারক’ লেখাসংবলিত ব্যানার টাঙানো হয়েছে। পাশাপাশি ঈদের জামাত আয়োজনের বিষয়টি খুলনাবাসীকে জানাতে প্রচার-প্রচারণারও উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে আজ রোববার সকালে সরেজমিনে কেন্দ্রীয় মাঠ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি মসজিদ কমিটি ও সংশ্লিষ্টদের কাছ থেকে ঈদের জামাত আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মাঠের কাজ শেষ করতে নির্দেশনা দেন এবং প্রথমবারের মতো মাঠে আয়োজিত ঈদের জামাতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ খুলনাবাসীকে আমন্ত্রণ জানান।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, মসজিদ কমিটির সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক শরিফ মোহাম্মদ খান, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান, প্রশাসন শাখাপ্রধান আবদুর রহমান, এস্টেট শাখাপ্রধান এস এম মোহাম্মদ আলী, উপাচার্যের সচিব মো. মিজানুর রহমান খান, কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস ও প্রশাসন ভবনসংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম কারি মুস্তাকিম বিল্লাহ প্রমুখ।

প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ঈদের জামাত কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হয়। এবারই প্রথম ব্যাপকসংখ্যক লোকের ঈদের জামাতে অংশ নেওয়ার সুযোগ করে দিতে কেন্দ্রীয় মাঠে আয়োজন করা হচ্ছে। এ বছর ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...