খুলনা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার উপর্যুপরি মামলা ও সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তিনি আওয়ামী লীগ নেত্রীর প্রতিহিংসার শিকার। খালেদা জিয়া অসুস্থ ও মুমূর্ষু অবস্থায় আছেন। তাঁকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করা হচ্ছে। এর দায়ভার প্রধানমন্ত্রীকেই বহন করতে হবে।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার নগরীর দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আন্দোলনের জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, আন্দোলনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়া মুক্ত থাকলে দেশের ওপর দিয়ে রেললাইনের অবৈধ চুক্তি হতো না। দেশে দুর্নীতি-দুঃশাসন হতো না, স্বৈরশাসন হতো না। তিনি মুক্ত থাকলে সর্বজনীন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় থাকত।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, গত ২২ জুন ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হয়েছে, তা দেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি।
তিনি আরও বলেন, ‘এসব সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা দেশকে আঞ্চলিক ভূ-রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত ‘বাফার স্টেট’ হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চান। এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে।’
নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি, সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল।
আরও বক্তব্য দেন বিএনপি নেতা আমির এজাজ খান, মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, বেগম রেহানা ঈসা, নাজমুল হুদা চৌধুরী সাগর প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার উপর্যুপরি মামলা ও সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তিনি আওয়ামী লীগ নেত্রীর প্রতিহিংসার শিকার। খালেদা জিয়া অসুস্থ ও মুমূর্ষু অবস্থায় আছেন। তাঁকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করা হচ্ছে। এর দায়ভার প্রধানমন্ত্রীকেই বহন করতে হবে।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার নগরীর দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আন্দোলনের জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, আন্দোলনের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়া মুক্ত থাকলে দেশের ওপর দিয়ে রেললাইনের অবৈধ চুক্তি হতো না। দেশে দুর্নীতি-দুঃশাসন হতো না, স্বৈরশাসন হতো না। তিনি মুক্ত থাকলে সর্বজনীন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় থাকত।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, গত ২২ জুন ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হয়েছে, তা দেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি।
তিনি আরও বলেন, ‘এসব সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা দেশকে আঞ্চলিক ভূ-রাজনীতিতে নিরাপত্তা কৌশলগত ‘বাফার স্টেট’ হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চান। এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে।’
নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি, সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল।
আরও বক্তব্য দেন বিএনপি নেতা আমির এজাজ খান, মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, বেগম রেহানা ঈসা, নাজমুল হুদা চৌধুরী সাগর প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন।
শনিবার রাতে ঘোষেরহাট বাজারে স্থানীয় লোকজন হিরণকে দেখতে পেয়ে আটক করে। প্রথমে তাঁরা তাঁকে মিষ্টি খাওয়ান, পরে গণধোলাই দেন। খবর পেয়ে ইন্দুরকানী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১ মিনিট আগেচিকিৎসকের পরামর্শে স্বজনেরা সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে থেকে কম টাকায় ঢাকাফেরত একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। ঢাকায় যাওয়ার উদ্দেশে স্বজনেরা নবজাতককে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠেন। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সেটি ছেড়ে যাবে, এ মুহূর্তে শরীয়তপুরের সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ান ও তাঁর ছেলে
৫ মিনিট আগেকুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কা লেগেছে। আজ রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত সাত-আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
১০ মিনিট আগেশতভাগ আবাসন, আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সিট বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে
১৩ মিনিট আগে