Ajker Patrika

বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিল আশিক

­যশোর প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২১: ০৭
মাসুদুর রহমান মাসুদ ও আশিকুর রহমান আশিক। ছবি: সংগৃহীত
মাসুদুর রহমান মাসুদ ও আশিকুর রহমান আশিক। ছবি: সংগৃহীত

যশোরে বাড়িতে বাবার লাশ রেখে দাখিল পরীক্ষা দিয়েছে আশিকুর রহমান আশিক নামের এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটেছে।

আশিকুর রহমান আশিক যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মাসুদুর রহমান মাসুদের ছেলে। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আজ ভোরে তাঁর মৃত্যু হয়। পরীক্ষা দিয়ে আশিক বাড়ি ফেরার পর তার বাবার দাফন সম্পন্ন হয়েছে।

মৃত মাসুদ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি চূড়ামনকাটি বাজারে জুতার ব্যবসা করতেন। আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। চূড়ামনকাটির ছাতিয়ানতলা কেআই আলিম মাদ্রাসা কেন্দ্রে সে দাখিল পরীক্ষা দিচ্ছে।

মৃতের স্বজনেরা জানিয়েছেন, আজ ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান আশিকের বাবা ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ। একদিকে বাবার লাশ বাড়িতে, অন্যদিকে আশিকের পরীক্ষা। বাবাকে হারানোর কঠিন শোক নিয়েই বাড়িতে বাবার লাশ রেখে সকালে পরীক্ষা দিতে যায় আশিক। পরীক্ষা শেষে আশিক বাড়ি ফিরলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরিবারের আহাজারিতে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। সবাই কেঁদেছে অঝোরে।

আশিকের প্রাইভেট শিক্ষক রাব্বি হাসান জিহাদ জানান, আশিক একজন মেধাবী ছাত্র। বাবার মৃত্যুর খবর নিয়ে সে সকালে তাঁদের বাড়িতে যায়। আশিককে সান্ত্বনা দিয়ে সঙ্গে করে কেন্দ্রে নিয়ে যান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার ছাতিয়ানতলা কেআই আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাড়িতে বাবার লাশ রেখে আশিক পরীক্ষা দিয়েছে। শিক্ষকেরা তার দিকে আলাদাভাবে খেয়াল রেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত