Ajker Patrika

গেলেন মাছের ঘেরে পানি দিতে, ফিরলেন লাশ হয়ে

আপডেট : ২৭ মে ২০২৩, ১৩: ১১
গেলেন মাছের ঘেরে পানি দিতে, ফিরলেন লাশ হয়ে

যশোরের মনিরামপুরে মাছের ঘেরে পানি দিতে গিয়ে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস।

শাহিদুল ইসলাম বাগডাঙ্গা গ্রামের রজব আলীর ছেলে।  

শহিদুল ইসলামের প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, গ্রামে শহিদুলের একটা মাছের ঘের আছে। ঘেরপাড়ের বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে তিনি সেখানে পানি দেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঘেরে পানি দিতে বাড়ি থেকে বের হন শহিদুল। পরে ৯টার দিকে পথচারীরা তাঁকে সেচঘরে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। বিষয়টি মনিরামপুর ফায়ার সার্ভিস দপ্তরে জানানো হলে তাঁদের কর্মীরা শহিদুলকে উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস আজকের পত্রিকাকে‍ বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আমরা রোগীকে মৃত অবস্থায় পেয়েছি। বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত