নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক শেখ নিশাত আব্দুলালাহর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জেলা বিএমএ নেতারা। আজ মঙ্গলবার দুপুরে বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ খুলনা জেলা শাখার সভাপতি চিকিৎসক শেখ বাহারুল আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক নিশাত আব্দুল্লাহ নগরীর শেখপাড়ায় হক নার্সিং হোমে এক রোগীর অপারেশন করছিলেন। এ সময় পুরোনো এক রোগীর মা ও স্বজনরা সেখানে উপস্থিত হন। তাঁরা উত্তেজিত হয়ে অপারেশন থিয়েটার ভাঙচুর করে চিকিৎসককে বের হয়ে আসতে বলেন।
চিকিৎসক শেখ নিশাত আবদুল্লাহ অপারেশন শেষ করে আসার কথা জানালে রোগীর স্বজন পুলিশের এএসই নাঈম অপারেশন থিয়েটারের দরজা ভেঙে ভেতরে ঢুকে চড়াও হন। তাঁকে উপর্যুপরি কিল, চড়, লাথি মারেন এবং চিকিৎসক নিশাতের গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করেন। এ সময় ক্লিনিকের মালিক ও স্টাফরা এএসই নাঈমকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এর পরপরই চিকিৎসক নিশাত অজ্ঞান হয়ে যান।
খুলনা বিএমএ সভাপতি বলেন, চিকিৎসক নিশাত আব্দুল্লাহ মতো একজন সৎ ও নিষ্ঠাবান সহকারী অধ্যাপকের ওপর এই ধরনের হামলা ও পৈশাচিক নির্যাতনের দৃশ্য দেখে চিকিৎসকেরা ভীত হয়ে পড়েছেন। তাই উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
হামলাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কাল বুধবার ১ মার্চ সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা জেলার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকেরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএমএ খুলনার সাধারণ সম্পাদক চিকিৎসক মেহেদি নেওয়াজসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক শেখ নিশাত আব্দুলালাহর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জেলা বিএমএ নেতারা। আজ মঙ্গলবার দুপুরে বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ খুলনা জেলা শাখার সভাপতি চিকিৎসক শেখ বাহারুল আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক নিশাত আব্দুল্লাহ নগরীর শেখপাড়ায় হক নার্সিং হোমে এক রোগীর অপারেশন করছিলেন। এ সময় পুরোনো এক রোগীর মা ও স্বজনরা সেখানে উপস্থিত হন। তাঁরা উত্তেজিত হয়ে অপারেশন থিয়েটার ভাঙচুর করে চিকিৎসককে বের হয়ে আসতে বলেন।
চিকিৎসক শেখ নিশাত আবদুল্লাহ অপারেশন শেষ করে আসার কথা জানালে রোগীর স্বজন পুলিশের এএসই নাঈম অপারেশন থিয়েটারের দরজা ভেঙে ভেতরে ঢুকে চড়াও হন। তাঁকে উপর্যুপরি কিল, চড়, লাথি মারেন এবং চিকিৎসক নিশাতের গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করেন। এ সময় ক্লিনিকের মালিক ও স্টাফরা এএসই নাঈমকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এর পরপরই চিকিৎসক নিশাত অজ্ঞান হয়ে যান।
খুলনা বিএমএ সভাপতি বলেন, চিকিৎসক নিশাত আব্দুল্লাহ মতো একজন সৎ ও নিষ্ঠাবান সহকারী অধ্যাপকের ওপর এই ধরনের হামলা ও পৈশাচিক নির্যাতনের দৃশ্য দেখে চিকিৎসকেরা ভীত হয়ে পড়েছেন। তাই উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
হামলাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কাল বুধবার ১ মার্চ সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা জেলার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকেরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএমএ খুলনার সাধারণ সম্পাদক চিকিৎসক মেহেদি নেওয়াজসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১২ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৭ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২০ মিনিট আগে