Ajker Patrika

পাইকগাছায় আগুনে দুই দোকান পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৩৮
পাইকগাছায় আগুনে দুই দোকান পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি

খুলনা পাইকগাছায় দুটি ফার্নিচারের দোকান আগুনে পুড়ে গেছে। তাতে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল। 

গতকাল বুধবার পৌর সদরের হক মার্কেটের পেছনে রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। 

ক্ষতিগ্রস্ত মিজান ফার্নিচারের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘হক মার্কেটের পেছনে আমার ও প্রকাশ বাছাড়ের দুটি ফার্নিচারের ঘর রয়েছে। রাত সাড়ে ৯টার দিকে আমরা ঘর বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত ৩টার দিকে পাশের বাড়ির লোকজন আমার ঘরে আগুন লেগেছে বলে জানায়। এলাকাবাসীকে নিয়ে প্রায় ১ ঘণ্টা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। এর ভেতরে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।’ 

রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমার মিজান ফার্নিচার ও প্রকাশ প্রকাশের জয়মা ফার্নিচারের প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পাইকগাছা থানার পুলিশ ও আশাশুনি থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসার আগেই পুড়ে ছাই হয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, পুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ফার্নিচারে আগুন লাগায় নিয়ন্ত্রণে আনা যায়নি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাদের আসার আগেই দোকান দুটি পুড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত