মাগুরা প্রতিনিধি
টানা বর্ষণে জলাবদ্ধতায় পড়েছে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়। কার্যালয় চত্বরে হাঁটুপানি জমে গেছে, ফলে সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেবা নিতে আসা মানুষের ভোগান্তিও বেড়েছে।
জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এ স্থাপনাটি জলাবদ্ধতায় কার্যত অচল হয়ে পড়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে সমস্যা তীব্রতর হয়েছে।
সেবা নিতে আসা রবিউল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ‘প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাতে যদি এসে ভোগান্তিতে পড়তে হয়, তাহলে তো দুঃখজনক।’
এদিকে পৌরসভা থেকে জানা গেছে, শহরের জলাবদ্ধতা নিরসনে নিয়মিত ড্রেন পরিষ্কার ও নতুন ড্রেন নির্মাণের কাজ চলছে।
তবে জনসাধারণের অভিযোগ, পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অভাব এবং সঠিকভাবে কাজ বাস্তবায়ন না হওয়ায় এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত স্থায়ী সমাধান না হলে এ সমস্যা আরও প্রকট হবে বলে আশঙ্কা স্থানীয়দের।
এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতার সমস্যা মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘদিনের। তারপরও পৌরসভা কাজ করছে। ইতিমধ্যে কিছু ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ হয়েছে। শিল্পসচিবের সঙ্গে কথা হয়েছে। তিনি বিষয়টি সমাধানে একটি প্রকল্প দেওয়ার কথা বলেছেন। আশা করি, দ্রুতই এটি সমাধান হবে।’
টানা বর্ষণে জলাবদ্ধতায় পড়েছে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়। কার্যালয় চত্বরে হাঁটুপানি জমে গেছে, ফলে সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেবা নিতে আসা মানুষের ভোগান্তিও বেড়েছে।
জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এ স্থাপনাটি জলাবদ্ধতায় কার্যত অচল হয়ে পড়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে সমস্যা তীব্রতর হয়েছে।
সেবা নিতে আসা রবিউল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ‘প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাতে যদি এসে ভোগান্তিতে পড়তে হয়, তাহলে তো দুঃখজনক।’
এদিকে পৌরসভা থেকে জানা গেছে, শহরের জলাবদ্ধতা নিরসনে নিয়মিত ড্রেন পরিষ্কার ও নতুন ড্রেন নির্মাণের কাজ চলছে।
তবে জনসাধারণের অভিযোগ, পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অভাব এবং সঠিকভাবে কাজ বাস্তবায়ন না হওয়ায় এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত স্থায়ী সমাধান না হলে এ সমস্যা আরও প্রকট হবে বলে আশঙ্কা স্থানীয়দের।
এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতার সমস্যা মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘদিনের। তারপরও পৌরসভা কাজ করছে। ইতিমধ্যে কিছু ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ হয়েছে। শিল্পসচিবের সঙ্গে কথা হয়েছে। তিনি বিষয়টি সমাধানে একটি প্রকল্প দেওয়ার কথা বলেছেন। আশা করি, দ্রুতই এটি সমাধান হবে।’
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১৮ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
২৩ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে