খুলনা প্রতিনিধি
খুলনায় একটি হোটেলের কক্ষ থেকে শান্তা ইসলাম নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হোটেল ওয়েস্টার্ন ইন নামের একটি হোটেলের কক্ষ ভাড়া নিয়ে উঠেছিলেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শান্তা ইসলাম বাগেরহাটের তেলীগাতি গ্রামের আব্দুল খালেকের মেয়ে। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। তিনি ওই হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন।
আজ সকালে তিনি হোটেলে নাশতাও করেন। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিষ্কার করতে গিয়ে ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পায়নি। পরে বিকেল সাড়ে ৪টার দিকে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানালে পুলিশ এসে কক্ষের তালা ভেঙে ঢুকে ওড়না দিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সানওয়ার হুসাইন মাসুম আরও বলেন, শান্তা ইসলামের কাছে একটি জন্মসনদ পাওয়া গেছে। তাঁর সনদের ওপর ঢাকার একটি গৃহপরিচারিকা সরবরাহ কোম্পানির ঠিকানা লেখা ছিল। যোগাযোগ করা হলে সেখান থেকে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়।
গৃহপরিচারিকা সরবরাহ কোম্পানির বরাতে ওসি বলেন, শান্তা ইসলাম ঢাকায় মুর্শিদা নামের এক নারীর বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে পাঁচ হাজার টাকা চুরি করে গতকাল খুলনায় চলে আসেন। এর আগেও তিনি বিভিন্ন হোটেলে ছদ্মনাম ব্যবহার করে অবস্থান করতেন। কিন্তু টাকা দিতে না পারায় সেসব হোটেলে ব্যাগ ফেলে রেখে চলে যেতেন।
খুলনায় একটি হোটেলের কক্ষ থেকে শান্তা ইসলাম নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হোটেল ওয়েস্টার্ন ইন নামের একটি হোটেলের কক্ষ ভাড়া নিয়ে উঠেছিলেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শান্তা ইসলাম বাগেরহাটের তেলীগাতি গ্রামের আব্দুল খালেকের মেয়ে। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। তিনি ওই হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন।
আজ সকালে তিনি হোটেলে নাশতাও করেন। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিষ্কার করতে গিয়ে ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পায়নি। পরে বিকেল সাড়ে ৪টার দিকে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানালে পুলিশ এসে কক্ষের তালা ভেঙে ঢুকে ওড়না দিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সানওয়ার হুসাইন মাসুম আরও বলেন, শান্তা ইসলামের কাছে একটি জন্মসনদ পাওয়া গেছে। তাঁর সনদের ওপর ঢাকার একটি গৃহপরিচারিকা সরবরাহ কোম্পানির ঠিকানা লেখা ছিল। যোগাযোগ করা হলে সেখান থেকে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়।
গৃহপরিচারিকা সরবরাহ কোম্পানির বরাতে ওসি বলেন, শান্তা ইসলাম ঢাকায় মুর্শিদা নামের এক নারীর বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে পাঁচ হাজার টাকা চুরি করে গতকাল খুলনায় চলে আসেন। এর আগেও তিনি বিভিন্ন হোটেলে ছদ্মনাম ব্যবহার করে অবস্থান করতেন। কিন্তু টাকা দিতে না পারায় সেসব হোটেলে ব্যাগ ফেলে রেখে চলে যেতেন।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, ‘বিগত সরকারের সমর্থকদের নিজেদের পক্ষে নিতে প্রায় সব রাজনৈতিক দল উঠেপড়ে লেগেছে। তাদের অপকর্ম উপেক্ষা করে নিজ দলে ভেড়ানোর যে অপচেষ্টা চলছে, সেটা আমাদের জন্য বিব্রতকর।
৩ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মার্স টেক্সটাইল নামে একটি সুতা কারখানার শ্রমিকেরা। শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বার আউলিয়া এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন কয়েক শ শ্রমিক।
২৮ মিনিট আগেনওগাঁর রাণীনগরে জমিতে আগাছানাশক ছিটিয়ে ধান নষ্টের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে কালীগ্রাম ইউনিয়নের হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমল চন্দ্র মহন্তের ছেলে কানাই চন্দ্র মহন্তের জমির ধান নষ্ট হয়। এ ঘটনায় আজ শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
৩৮ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ অদ্রিবা (৮) ও তূর্য (৪) নামে দুই ভাইবোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শনিবার বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অদ্রিবার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) একই হাসপাতালে ভাই তূর্যের মৃত্যু হয়।
৪২ মিনিট আগে