Ajker Patrika

লোহাগড়ায় মধুমতি নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়ায় মধুমতি নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের তিন দিন পর মধুমতি নদী থেকে মো. মুসা বিশ্বাস (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ রোববার বিকেলে উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মুসা বিশ্বাস উপজেলার ঘাঘা মধ্যপাড়া গ্রামের নবীর বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন বিদ্যুতের মিস্ত্রি। 

স্থানীয়রা জানান, মুসা বিশ্বাস গত বৃহস্পতিবার দুপুরে ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে মাছ ধরতে ডুব দিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ডুবুরি দলের সদস্যরা দুই দিন নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান পায়নি। 

গতকাল বিকেলে উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা মুসা বিশ্বাসের লাশ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। 

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘মুসার লাশ উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন ট্রলার নিয়ে লাশটি উদ্ধার করে।’ 

নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেলের দিকে স্থানীয়রা নিখোঁজ মুসা বিশ্বাসের লাশ উদ্ধার করে। পরে লাশটি নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত