Ajker Patrika

সাগরে নিম্নচাপ, উপকূলজুড়ে আতঙ্ক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৬: ০৪
সাগরে নিম্নচাপ, উপকূলজুড়ে আতঙ্ক

সাগরে নিম্নচাপের কারণে সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। আজ রোববার সকাল থেকে উপকূলবর্তী বিভিন্ন অংশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার পাশাপাশি সমগ্র এলাকায় গুমোট আবহাওয়া তৈরি হয়েছে। এদিকে উপকূল রক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এদিকে শ্যামনগরের বুড়িগোয়ালীনি, কৈখালী ও গাবুরা এলাকা ঘুরে দেখা যায়, নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা ভর করেছে। উপকূল রক্ষা বাঁধের দুরবস্থা নিয়ে উদ্বেগে এলাকাবাসী। দুর্যোগকালীন জানমাল রক্ষায় পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে অনেকে।

স্থানীয়দের মতে, রোববার নদীতে জোয়ারের পানি বেড়েছে। তবে বাতাস বয়ে না যাওয়ায় ভয়ে রয়েছেন তাঁরা। জানান, জোয়ারের চাপ ও ঝড় একসঙ্গে হলে ঝড়ের গতিবেগ দুর্বল হয়।

চকবারা গ্রামের সবুজ হোসেন বলেন, ‘সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ‘সিগন্যাল’ বেশি হলে পাশের সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার পরিকল্পনা রয়েছে। অতি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি।’

ঝুঁকিপূর্ণ বাঁধ আতঙ্ক ছড়াচ্ছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দা নীলকান্ত রপ্তান জানান, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই বছরে একাধিকবার তাঁদের এলাকা ভাঙনের মুখে পড়ে। দুর্গাবাটি ক্লোজারের পাশে সম্প্রতি ভাঙন দেখা দেওয়ার পর সাগরে নিম্নচাপ সৃষ্টির ঘোষণায় এলাকাবাসী উদ্বিগ্ন।

এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, শ্যামনগর উপজেলাকে ঘিরে থাকা প্রায় ১২৭ কিলোমিটার উপকূল রক্ষা বাঁধের মধ্যে ৫০০ মিটারের মতো জায়গা অধিক ঝুঁকিপূর্ণ। পশ্চিম কৈখালীসহ দাতিনাখালী এলাকার বাঁধ মেরামতের কাজ চলছে জানিয়ে তাঁরা বলেন, দুর্গাবাটি এলাকার ভাঙনকবলিত অংশে প্রায় ১৫০ মিটার বাঁধ জিও শিট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন বলেন, ‘আজ জেলা প্রশাসকের সঙ্গে সভা শেষে দুর্যোগকালীনে জনপ্রতিনিধিসহ স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। পরিস্থিতি বিবেচনায় জানমালের নিরাপত্তা নিশ্চিতে ১০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ উপকূল রক্ষা বাঁধ মেরামতে পাউবো সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে শ্যামনগরে সরকারিভাবে ১০৪টি সাইক্লোন শেল্টার থাকলেও বেসরকারি পর্যায়ে সেই সংখ্যা ১৮১। সেখানে প্রায় ১ লাখ ২০ হাজার জন আশ্রয় নিতে পারবে বলে দাবি উপজেলা প্রশাসনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত