পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় এক মহিলা মাদ্রাসার জমিদাতার স্ত্রীকে কর্তৃপক্ষ চাকরি না দেওয়ায় মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছেন জমিদাতা মুক্তি আবদুল আজিজ ও তাঁর লোকজন। আজ শনিবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকটমারী গ্রামের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসী তাৎক্ষণিক তালা ভেঙে ছাত্রীদের ক্লাস করার ব্যবস্থা করে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জান্নাতুল আরাবিয়া ভ্যাকটমারী দারুল উলুম মহিলা মাদ্রাসার সুপার আবদুর রব।
আবদুর রব জানান, ২০১০ সালে মুক্তি আবদুল আজিজের পিতা শওকত গাজী ও মামুদা আলতাফ দুই বিঘা জমি মাদ্রাসার অনুকূলে দান করেন। সেই জমিতে সৌদি আরবের একটি সংস্থা থেকে ১৬ লাখ টাকায় গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। করোনাকালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আবারও মাদ্রাসার কর্যক্রম শুরু করা হয়।
কিন্তু দাতা সদস্যের ছেলে মুক্তি আবদুল আজিজ তাঁর স্ত্রীকে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য নিয়োগ দিতে বলেন। কর্তৃপক্ষ নিয়োগ না দেওয়ায় শনিবার সকালে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এ সময় এলাকাবাসী একযোগে তালা ভেঙে ছাত্রী ও শিক্ষকদের ক্লাস করার সুযোগ করে দেন।
এ বিষয়ে দাতা সদস্যর ছেলে আবদুল আজিজ বলেন, ‘আমার পিতা আমার নামে জমি দিয়ে বলেছিলেন এখানে একটি মাদ্রাসা করার জন্য। মাদ্রাসা ঠিকমতো চলে না বা ভালো শিক্ষক না থাকায় আমি আমার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা বলি। কিন্তু তারা চাকরি না দিয়ে টালবাহানা করে। যেহেতু আমি মাদ্রাসার নামে জমি লিখে দিইনি, সে কারণে আমি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছি।’
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান গাজী বলেন, ‘মাদ্রাসায় তালা ঝোলানো ঠিক হয়নি। আমি তাদের বলেছি, রোববার বসে বিষয়টি মীমাংসা করব। তার আগেই তারা তালা ঝুলিয়ে দিয়েছে। গ্রামবাসী সেই তালা ভেঙে দিয়েছে।’
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ‘বিষয়টি শুনে পুলিশ পাঠিয়েছি। মুক্তি আবদুল আজিজকে ডাকা হয়েছে।’
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন জানান, এ রকম কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার পাইকগাছায় এক মহিলা মাদ্রাসার জমিদাতার স্ত্রীকে কর্তৃপক্ষ চাকরি না দেওয়ায় মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছেন জমিদাতা মুক্তি আবদুল আজিজ ও তাঁর লোকজন। আজ শনিবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকটমারী গ্রামের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসী তাৎক্ষণিক তালা ভেঙে ছাত্রীদের ক্লাস করার ব্যবস্থা করে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জান্নাতুল আরাবিয়া ভ্যাকটমারী দারুল উলুম মহিলা মাদ্রাসার সুপার আবদুর রব।
আবদুর রব জানান, ২০১০ সালে মুক্তি আবদুল আজিজের পিতা শওকত গাজী ও মামুদা আলতাফ দুই বিঘা জমি মাদ্রাসার অনুকূলে দান করেন। সেই জমিতে সৌদি আরবের একটি সংস্থা থেকে ১৬ লাখ টাকায় গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। করোনাকালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আবারও মাদ্রাসার কর্যক্রম শুরু করা হয়।
কিন্তু দাতা সদস্যের ছেলে মুক্তি আবদুল আজিজ তাঁর স্ত্রীকে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য নিয়োগ দিতে বলেন। কর্তৃপক্ষ নিয়োগ না দেওয়ায় শনিবার সকালে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এ সময় এলাকাবাসী একযোগে তালা ভেঙে ছাত্রী ও শিক্ষকদের ক্লাস করার সুযোগ করে দেন।
এ বিষয়ে দাতা সদস্যর ছেলে আবদুল আজিজ বলেন, ‘আমার পিতা আমার নামে জমি দিয়ে বলেছিলেন এখানে একটি মাদ্রাসা করার জন্য। মাদ্রাসা ঠিকমতো চলে না বা ভালো শিক্ষক না থাকায় আমি আমার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা বলি। কিন্তু তারা চাকরি না দিয়ে টালবাহানা করে। যেহেতু আমি মাদ্রাসার নামে জমি লিখে দিইনি, সে কারণে আমি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছি।’
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান গাজী বলেন, ‘মাদ্রাসায় তালা ঝোলানো ঠিক হয়নি। আমি তাদের বলেছি, রোববার বসে বিষয়টি মীমাংসা করব। তার আগেই তারা তালা ঝুলিয়ে দিয়েছে। গ্রামবাসী সেই তালা ভেঙে দিয়েছে।’
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ‘বিষয়টি শুনে পুলিশ পাঠিয়েছি। মুক্তি আবদুল আজিজকে ডাকা হয়েছে।’
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন জানান, এ রকম কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দাবিকৃত টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। গতকাল সোমবার চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলাটি হয়।
৬ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খোলার সাত দিন পর বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান। তিনি জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ দশমিক ৩৪ ফুট ‘মিন সি
৭ মিনিট আগেগোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১৬ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগে