Ajker Patrika

খুলনায় চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

খুলনা প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১০: ০৪
খুলনায় চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

খুলনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচা শেখ মুজিবুর রহমানকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা শেখ কুতুব উদ্দিনের (৩০) বিরুদ্ধে। এ সময় গুরুতর আহত হন নিহতের স্ত্রী পুষ্প শেখ (৫০) ও ছেলে হাফেজ শেখ মিরাজ (২২)। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। 

নিহত শেখ মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের মৃত শেখ আতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাসার এলাকাবাসীর সূত্রে জানান, শেখ মুজিবুরের সঙ্গে তাঁর ভাতিজা আশরাফুল আলম ওরফে শেখ কুতুব উদ্দিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কুতুব উদ্দিন ধারালো হাঁসুয়া দিয়ে চাচা মুজিবরকে উপর্যুপরি কোপাতে থাকেন। এ সময় ঠেকাতে গেলে তিনি চাচি পুষ্প শেখ ও চাচাতো ভাই হাফেজ শেখ মিরাজকেও কুপিয়ে জখম করেন। 

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ধারালো হাঁসুয়ার আঘাত ঠেকাতে গিয়ে মুজিবের ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনার পর ভাতিজা কুতুব উদ্দিন পালিয়ে যান। পরে প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শেখ মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। 

ফুলতলা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ভাতিজার হাঁসুয়ার আঘাতে চাচা মুজিবুর নিহত হওয়ার পাশাপাশি দুজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হত্যাকারীকে আটকের চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত