Ajker Patrika

দৌলতপুরে ঘন কুয়াশায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ঘন কুয়াশায় লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। উপজেলার হোসেনাবাদ বাজারে। ছবি: আজকের পত্রিকা
ঘন কুয়াশায় লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। উপজেলার হোসেনাবাদ বাজারে। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। আজ শুক্রবার সকালেও আঞ্চলিক সড়ক ও মহাসড়ক ছিল কুয়াশার চাদরে ঢাকা। দূরের কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি কমিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কাজের সন্ধানে শ্রমজীবী মানুষদের উপস্থিতি থাকলেও সাধারণ মানুষের চলাচল ছিল খুবই কম।

বাসচালক হাবিব হোসেন বলেন, সকাল থেকে কুয়াশার কারণে দূরের কিছু দেখা যাচ্ছে না। তাই হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি, যাতে দুর্ঘটনা না ঘটে। তবে গতি কম থাকায় যাত্রীদের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যা হচ্ছে।

দিনমজুর ওবাইদুল ইসলাম বলেন, ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে আজ কাজে যেতে পারিনি।

এদিকে আবহাওয়া কার্যালয় জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গত ১২ ডিসেম্বর জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, এমন ঘন কুয়াশা আরও দুই-এক দিন থাকতে পারে। তবে দুপুরের পর সূর্যের দেখা মিলতে পারে।

এদিকে ঠান্ডা ও কুয়াশার কারণে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ জ্বর, সর্দি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, ঠান্ডা থেকে বাঁচতে গরম পোশাক পরা এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শিশুদের সার্বক্ষণিক গরম পোশাকে রাখার পাশাপাশি গরম খাবার খাওয়ানোরও পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে মোবাইল ফোন কেনার সুযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত