দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। আজ শুক্রবার সকালেও আঞ্চলিক সড়ক ও মহাসড়ক ছিল কুয়াশার চাদরে ঢাকা। দূরের কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি কমিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কাজের সন্ধানে শ্রমজীবী মানুষদের উপস্থিতি থাকলেও সাধারণ মানুষের চলাচল ছিল খুবই কম।
বাসচালক হাবিব হোসেন বলেন, সকাল থেকে কুয়াশার কারণে দূরের কিছু দেখা যাচ্ছে না। তাই হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি, যাতে দুর্ঘটনা না ঘটে। তবে গতি কম থাকায় যাত্রীদের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যা হচ্ছে।
দিনমজুর ওবাইদুল ইসলাম বলেন, ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে আজ কাজে যেতে পারিনি।
এদিকে আবহাওয়া কার্যালয় জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গত ১২ ডিসেম্বর জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, এমন ঘন কুয়াশা আরও দুই-এক দিন থাকতে পারে। তবে দুপুরের পর সূর্যের দেখা মিলতে পারে।
এদিকে ঠান্ডা ও কুয়াশার কারণে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ জ্বর, সর্দি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, ঠান্ডা থেকে বাঁচতে গরম পোশাক পরা এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শিশুদের সার্বক্ষণিক গরম পোশাকে রাখার পাশাপাশি গরম খাবার খাওয়ানোরও পরামর্শ দেওয়া হচ্ছে।
কুষ্টিয়ার দৌলতপুরে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। আজ শুক্রবার সকালেও আঞ্চলিক সড়ক ও মহাসড়ক ছিল কুয়াশার চাদরে ঢাকা। দূরের কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি কমিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কাজের সন্ধানে শ্রমজীবী মানুষদের উপস্থিতি থাকলেও সাধারণ মানুষের চলাচল ছিল খুবই কম।
বাসচালক হাবিব হোসেন বলেন, সকাল থেকে কুয়াশার কারণে দূরের কিছু দেখা যাচ্ছে না। তাই হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি, যাতে দুর্ঘটনা না ঘটে। তবে গতি কম থাকায় যাত্রীদের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যা হচ্ছে।
দিনমজুর ওবাইদুল ইসলাম বলেন, ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে আজ কাজে যেতে পারিনি।
এদিকে আবহাওয়া কার্যালয় জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গত ১২ ডিসেম্বর জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, এমন ঘন কুয়াশা আরও দুই-এক দিন থাকতে পারে। তবে দুপুরের পর সূর্যের দেখা মিলতে পারে।
এদিকে ঠান্ডা ও কুয়াশার কারণে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ জ্বর, সর্দি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, ঠান্ডা থেকে বাঁচতে গরম পোশাক পরা এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শিশুদের সার্বক্ষণিক গরম পোশাকে রাখার পাশাপাশি গরম খাবার খাওয়ানোরও পরামর্শ দেওয়া হচ্ছে।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৪ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৩ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৩ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৬ মিনিট আগে