Ajker Patrika

বাগেরহাটে বেশি লাভের আশায় মজুত ২০ হাজার টন চাল জব্দ, জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বেশি লাভের আশায় মজুত ২০ হাজার টন চাল জব্দ, জরিমানা

বাগেরহাটের ফকিরহাটে বেশি লাভের আশায় মজুত করা ২০ হাজার মেট্রিকটন চাল জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লখপুর এলাকার এএমএম জুট মিলের গোডাউন থেকে এই চাল জব্দ করা হয়। এ সময় গুদামে চাল মজুতের অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গুদামের দায়িত্বে থাকা অলোক চক্রবর্তী নামে এক ব্যক্তির দাবি করেন, ‘জব্দ করা চাল সরকারি গুদামে দেওয়ার জন্য আমদানি করা হয়েছে। চালগুলো নষ্ট হয়ে যাওয়ায় আর গুদামে দেওয়া হয়নি। চালের পরিমাণ ১ হাজার ১৮৯ মেট্রিকটন।’ 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গুদামে অবৈধভাবে চাল মজুতের অপরাধে অলোক চক্রবর্তীকে ৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গুদামটি সিলগালা করে দেওয়া হয়। 

র‍্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দৌজা আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদামের মধ্যে বিপুল পরিমাণ চাল পাওয়া যায়। এই চালগুলো অতিরিক্ত দামে বিক্রির আশায় মজুত করা হয়েছিল।’

ফকিরহাটে জুট মিলের গোডাউনে র‍্যাবের অভিযানবাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সুজাত হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘খাদ্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী এই চাল আমদানি করা হয়েছিল। কিন্তু পরে চালের মান খারাপ হওয়ায় চালগুলো আর সরকারি খাদ্যগুদামে দেয়নি ওই চাল ব্যবসায়ী। 

তিনি বলেন, ‘আসলে মাত্র দুই-তিন বস্তা চাল খারাপ হতে পারে। বাকি চাল ভালো। গুদাম ২০ হাজার মেট্রিকটন চাল রয়েছে। জুট মিলে এত চাল থাকার কথা নয়। সব চাল ভালো থাকা সত্ত্বেও তারা চাল নষ্ট বলছে। অতিরিক্ত মুনাফার উদ্দ্যেশ্য এই চাল মজুত করা হয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুদামটি সিলগালা থাকবে।’ 

অপর এক প্রশ্নের জবাবে মো সুজাত হোসেন খান বলেন, ‘চালের আমদানিকারক বৈধ কাগজপত্র ও খাদ্য বিভাগের নির্দেশনা নিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করবেন। জেলা প্রশাসক তার কাগজপত্র, চালের পরিমাণ, স্থানীয় সাক্ষীদের বক্তব্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যে সিদ্ধান্ত দেবেন তাই হবে।’

অভিযানের সময় র‍্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দৌজা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম, বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সুজাত হোসেন খান ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত