সাতক্ষীরা প্রতিনিধি
মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসেছেন রোমানীয় নাগরিক এলেনা এক্সিন্তে (২৭)। ৩০তম দেশ হিসেবে মোটরসাইকেলে চেপে তিনি বাংলাদেশে এসে, বর্তমানে সাতক্ষীরায় রয়েছেন। এর আগে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশসহ ২৯টি দেশে তাঁর ৮৫০ সিসি মোটরসাইকেল নিয়েই ভ্রমণ করেছেন।
সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থার কোয়ার্টারে রয়েছেন এলেনা।
আজ শুক্রবার আজকের পত্রিকার এই প্রতিনিধির কথা হয় তাঁর সঙ্গে। এ সময় এলেনা জানান, তিনি একজন নাট্যকর্মী ও স্বাস্থ্যকর্মী। ঘুরে বেড়ানোই তাঁর শখ। গত মঙ্গলবার তাঁর মোটরসাইকেল নিয়ে ভারত থেকে ভোমরার স্থলবন্দর দিয়ে সাতক্ষীরায় ঢুকেছেন তিনি। এভাবেই প্রিয় মোটরসাইকেলটিতে চেপে সারা বিশ্ব ঘুরে বেড়াতে চান তিনি। এ পর্যন্ত ২৯টি দেশ ঘুরে দেখেছেন তিনি। বাংলাদেশ তাঁর সফরের ৩০তম দেশ। এরপর চীনে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
এলেনা বলেন, ২০১৯ সালে ইতালির মিলান সিটি থেকে তাঁর ভ্রমণ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের সব দেশ তিনি ঘুরে দেখেছেন। মুসলমানদের সংস্কৃতি তাঁর অত্যন্ত পছন্দের। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশ একটি অসাধারণ দেশ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের আতিথেয়তা তিনি কখনো ভুলবেন না।
বাংলাদেশে আসার অনুভূতি সুখকর মন্তব্য করে এলেনা বলেন, ‘আমি তিন বছর ধরে ভ্রমণ করছি। প্রতিদিনই নতুন কিছু শিখছি। আগামী আরও ১২-১৩ দিন এখানে থাকার ইচ্ছে রয়েছে। এরপর চলে যাব। তবে পরবর্তী সময়ে এখানে কিছু করা যায় কি না, ভাবনায় রয়েছে। আরও এক মাস আগে ইতালি থেকে বাইকে চড়ে সাতক্ষীরায় এসেছেন আমার বন্ধু আন্দ্রেয়া। সে ঋশিল্পী ইন্টারন্যাশনালের একজন ডোনার।’
ইতালিয়ান নাগরিক আন্দ্রেয়া (২৯) জানান, কাকলি নামের একটি মেয়েকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাঁর উদ্দেশ্যেই সাতক্ষীরায় আসা। তাঁর আহ্বানে বন্ধু এলেনা ও ইলেরিও মঙ্গলবার ভোমরা স্থলবন্দর হয়ে সাতক্ষীরায় এসেছেন। বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের বন্ধুত্বপূর্ণ স্বভাব তাঁদের খুব ভালো লেগেছে। জীবনে সুযোগ পেলে তিনি আবারও এখানে আসবেন।
ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাতক্ষীরায় কাকলি খাতুন নামের এক মেয়েকে লেখাপড়ার জন্য সহযোগিতা করতেন ইতালির নাগরিক আন্দ্রেয়া। এ ছাড়া ঋশিল্পী ইন্টারন্যাশনাল মূলত ইতালির বিভিন্ন ডোনার দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। কাকলি ও সংস্থাটিকে দেখতে এক মাস আগে সাতক্ষীরায় এসেছেন ইতালির নাগরিক আন্দ্রেয়া। তিনিও বাইকে এসেছিলেন সাতক্ষীরায়। তাঁর আহ্বানে তিন দিন আগে সাতক্ষীরায় আসেন তাঁর বান্ধবী রোমানিয়ার নাগরিক এলেনা।’
মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসেছেন রোমানীয় নাগরিক এলেনা এক্সিন্তে (২৭)। ৩০তম দেশ হিসেবে মোটরসাইকেলে চেপে তিনি বাংলাদেশে এসে, বর্তমানে সাতক্ষীরায় রয়েছেন। এর আগে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশসহ ২৯টি দেশে তাঁর ৮৫০ সিসি মোটরসাইকেল নিয়েই ভ্রমণ করেছেন।
সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থার কোয়ার্টারে রয়েছেন এলেনা।
আজ শুক্রবার আজকের পত্রিকার এই প্রতিনিধির কথা হয় তাঁর সঙ্গে। এ সময় এলেনা জানান, তিনি একজন নাট্যকর্মী ও স্বাস্থ্যকর্মী। ঘুরে বেড়ানোই তাঁর শখ। গত মঙ্গলবার তাঁর মোটরসাইকেল নিয়ে ভারত থেকে ভোমরার স্থলবন্দর দিয়ে সাতক্ষীরায় ঢুকেছেন তিনি। এভাবেই প্রিয় মোটরসাইকেলটিতে চেপে সারা বিশ্ব ঘুরে বেড়াতে চান তিনি। এ পর্যন্ত ২৯টি দেশ ঘুরে দেখেছেন তিনি। বাংলাদেশ তাঁর সফরের ৩০তম দেশ। এরপর চীনে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
এলেনা বলেন, ২০১৯ সালে ইতালির মিলান সিটি থেকে তাঁর ভ্রমণ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের সব দেশ তিনি ঘুরে দেখেছেন। মুসলমানদের সংস্কৃতি তাঁর অত্যন্ত পছন্দের। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশ একটি অসাধারণ দেশ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের আতিথেয়তা তিনি কখনো ভুলবেন না।
বাংলাদেশে আসার অনুভূতি সুখকর মন্তব্য করে এলেনা বলেন, ‘আমি তিন বছর ধরে ভ্রমণ করছি। প্রতিদিনই নতুন কিছু শিখছি। আগামী আরও ১২-১৩ দিন এখানে থাকার ইচ্ছে রয়েছে। এরপর চলে যাব। তবে পরবর্তী সময়ে এখানে কিছু করা যায় কি না, ভাবনায় রয়েছে। আরও এক মাস আগে ইতালি থেকে বাইকে চড়ে সাতক্ষীরায় এসেছেন আমার বন্ধু আন্দ্রেয়া। সে ঋশিল্পী ইন্টারন্যাশনালের একজন ডোনার।’
ইতালিয়ান নাগরিক আন্দ্রেয়া (২৯) জানান, কাকলি নামের একটি মেয়েকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাঁর উদ্দেশ্যেই সাতক্ষীরায় আসা। তাঁর আহ্বানে বন্ধু এলেনা ও ইলেরিও মঙ্গলবার ভোমরা স্থলবন্দর হয়ে সাতক্ষীরায় এসেছেন। বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের বন্ধুত্বপূর্ণ স্বভাব তাঁদের খুব ভালো লেগেছে। জীবনে সুযোগ পেলে তিনি আবারও এখানে আসবেন।
ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাতক্ষীরায় কাকলি খাতুন নামের এক মেয়েকে লেখাপড়ার জন্য সহযোগিতা করতেন ইতালির নাগরিক আন্দ্রেয়া। এ ছাড়া ঋশিল্পী ইন্টারন্যাশনাল মূলত ইতালির বিভিন্ন ডোনার দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। কাকলি ও সংস্থাটিকে দেখতে এক মাস আগে সাতক্ষীরায় এসেছেন ইতালির নাগরিক আন্দ্রেয়া। তিনিও বাইকে এসেছিলেন সাতক্ষীরায়। তাঁর আহ্বানে তিন দিন আগে সাতক্ষীরায় আসেন তাঁর বান্ধবী রোমানিয়ার নাগরিক এলেনা।’
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৩০ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪৩ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে