সাতক্ষীরা প্রতিনিধি
মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসেছেন রোমানীয় নাগরিক এলেনা এক্সিন্তে (২৭)। ৩০তম দেশ হিসেবে মোটরসাইকেলে চেপে তিনি বাংলাদেশে এসে, বর্তমানে সাতক্ষীরায় রয়েছেন। এর আগে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশসহ ২৯টি দেশে তাঁর ৮৫০ সিসি মোটরসাইকেল নিয়েই ভ্রমণ করেছেন।
সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থার কোয়ার্টারে রয়েছেন এলেনা।
আজ শুক্রবার আজকের পত্রিকার এই প্রতিনিধির কথা হয় তাঁর সঙ্গে। এ সময় এলেনা জানান, তিনি একজন নাট্যকর্মী ও স্বাস্থ্যকর্মী। ঘুরে বেড়ানোই তাঁর শখ। গত মঙ্গলবার তাঁর মোটরসাইকেল নিয়ে ভারত থেকে ভোমরার স্থলবন্দর দিয়ে সাতক্ষীরায় ঢুকেছেন তিনি। এভাবেই প্রিয় মোটরসাইকেলটিতে চেপে সারা বিশ্ব ঘুরে বেড়াতে চান তিনি। এ পর্যন্ত ২৯টি দেশ ঘুরে দেখেছেন তিনি। বাংলাদেশ তাঁর সফরের ৩০তম দেশ। এরপর চীনে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
এলেনা বলেন, ২০১৯ সালে ইতালির মিলান সিটি থেকে তাঁর ভ্রমণ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের সব দেশ তিনি ঘুরে দেখেছেন। মুসলমানদের সংস্কৃতি তাঁর অত্যন্ত পছন্দের। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশ একটি অসাধারণ দেশ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের আতিথেয়তা তিনি কখনো ভুলবেন না।
বাংলাদেশে আসার অনুভূতি সুখকর মন্তব্য করে এলেনা বলেন, ‘আমি তিন বছর ধরে ভ্রমণ করছি। প্রতিদিনই নতুন কিছু শিখছি। আগামী আরও ১২-১৩ দিন এখানে থাকার ইচ্ছে রয়েছে। এরপর চলে যাব। তবে পরবর্তী সময়ে এখানে কিছু করা যায় কি না, ভাবনায় রয়েছে। আরও এক মাস আগে ইতালি থেকে বাইকে চড়ে সাতক্ষীরায় এসেছেন আমার বন্ধু আন্দ্রেয়া। সে ঋশিল্পী ইন্টারন্যাশনালের একজন ডোনার।’
ইতালিয়ান নাগরিক আন্দ্রেয়া (২৯) জানান, কাকলি নামের একটি মেয়েকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাঁর উদ্দেশ্যেই সাতক্ষীরায় আসা। তাঁর আহ্বানে বন্ধু এলেনা ও ইলেরিও মঙ্গলবার ভোমরা স্থলবন্দর হয়ে সাতক্ষীরায় এসেছেন। বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের বন্ধুত্বপূর্ণ স্বভাব তাঁদের খুব ভালো লেগেছে। জীবনে সুযোগ পেলে তিনি আবারও এখানে আসবেন।
ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাতক্ষীরায় কাকলি খাতুন নামের এক মেয়েকে লেখাপড়ার জন্য সহযোগিতা করতেন ইতালির নাগরিক আন্দ্রেয়া। এ ছাড়া ঋশিল্পী ইন্টারন্যাশনাল মূলত ইতালির বিভিন্ন ডোনার দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। কাকলি ও সংস্থাটিকে দেখতে এক মাস আগে সাতক্ষীরায় এসেছেন ইতালির নাগরিক আন্দ্রেয়া। তিনিও বাইকে এসেছিলেন সাতক্ষীরায়। তাঁর আহ্বানে তিন দিন আগে সাতক্ষীরায় আসেন তাঁর বান্ধবী রোমানিয়ার নাগরিক এলেনা।’
মোটরসাইকেল নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসেছেন রোমানীয় নাগরিক এলেনা এক্সিন্তে (২৭)। ৩০তম দেশ হিসেবে মোটরসাইকেলে চেপে তিনি বাংলাদেশে এসে, বর্তমানে সাতক্ষীরায় রয়েছেন। এর আগে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশসহ ২৯টি দেশে তাঁর ৮৫০ সিসি মোটরসাইকেল নিয়েই ভ্রমণ করেছেন।
সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থার কোয়ার্টারে রয়েছেন এলেনা।
আজ শুক্রবার আজকের পত্রিকার এই প্রতিনিধির কথা হয় তাঁর সঙ্গে। এ সময় এলেনা জানান, তিনি একজন নাট্যকর্মী ও স্বাস্থ্যকর্মী। ঘুরে বেড়ানোই তাঁর শখ। গত মঙ্গলবার তাঁর মোটরসাইকেল নিয়ে ভারত থেকে ভোমরার স্থলবন্দর দিয়ে সাতক্ষীরায় ঢুকেছেন তিনি। এভাবেই প্রিয় মোটরসাইকেলটিতে চেপে সারা বিশ্ব ঘুরে বেড়াতে চান তিনি। এ পর্যন্ত ২৯টি দেশ ঘুরে দেখেছেন তিনি। বাংলাদেশ তাঁর সফরের ৩০তম দেশ। এরপর চীনে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
এলেনা বলেন, ২০১৯ সালে ইতালির মিলান সিটি থেকে তাঁর ভ্রমণ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের সব দেশ তিনি ঘুরে দেখেছেন। মুসলমানদের সংস্কৃতি তাঁর অত্যন্ত পছন্দের। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশ একটি অসাধারণ দেশ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের আতিথেয়তা তিনি কখনো ভুলবেন না।
বাংলাদেশে আসার অনুভূতি সুখকর মন্তব্য করে এলেনা বলেন, ‘আমি তিন বছর ধরে ভ্রমণ করছি। প্রতিদিনই নতুন কিছু শিখছি। আগামী আরও ১২-১৩ দিন এখানে থাকার ইচ্ছে রয়েছে। এরপর চলে যাব। তবে পরবর্তী সময়ে এখানে কিছু করা যায় কি না, ভাবনায় রয়েছে। আরও এক মাস আগে ইতালি থেকে বাইকে চড়ে সাতক্ষীরায় এসেছেন আমার বন্ধু আন্দ্রেয়া। সে ঋশিল্পী ইন্টারন্যাশনালের একজন ডোনার।’
ইতালিয়ান নাগরিক আন্দ্রেয়া (২৯) জানান, কাকলি নামের একটি মেয়েকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাঁর উদ্দেশ্যেই সাতক্ষীরায় আসা। তাঁর আহ্বানে বন্ধু এলেনা ও ইলেরিও মঙ্গলবার ভোমরা স্থলবন্দর হয়ে সাতক্ষীরায় এসেছেন। বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের বন্ধুত্বপূর্ণ স্বভাব তাঁদের খুব ভালো লেগেছে। জীবনে সুযোগ পেলে তিনি আবারও এখানে আসবেন।
ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাতক্ষীরায় কাকলি খাতুন নামের এক মেয়েকে লেখাপড়ার জন্য সহযোগিতা করতেন ইতালির নাগরিক আন্দ্রেয়া। এ ছাড়া ঋশিল্পী ইন্টারন্যাশনাল মূলত ইতালির বিভিন্ন ডোনার দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। কাকলি ও সংস্থাটিকে দেখতে এক মাস আগে সাতক্ষীরায় এসেছেন ইতালির নাগরিক আন্দ্রেয়া। তিনিও বাইকে এসেছিলেন সাতক্ষীরায়। তাঁর আহ্বানে তিন দিন আগে সাতক্ষীরায় আসেন তাঁর বান্ধবী রোমানিয়ার নাগরিক এলেনা।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে