রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে সাবেক এক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
নিহত আতাউল করিম শিবলু (৩৮) রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রামগড় পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তৈছালপাড়া এলাকার বাসিন্দা নুরুল করিমের ছেলে ও ওই এলাকার সাবেক কমিশনার রেজাউল করিম ফোরকানের ছোট ভাই তিনি।
পুলিশ বলছে, রাতের কোনো এক সময় শিবলু আত্মহত্যা করেছেন। তাঁর স্ত্রী সন্তান ঢাকা অবস্থান করছেন এবং তিনি একা ঘরে ছিলেন। সকালে তাঁর স্ত্রী বেশ কয়েকবার ফোন দিয়ে স্বামীর কোনো সাড়া না পেয়ে নিহতের বড় ভাইকে জানায়। দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে পুলিশ ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
নিহতের বড়ভাই রেজাউল করিম ফোরকান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে দুই ভাই এক সঙ্গে ভাত খেয়েছি। পরে সে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। তবে সে (শিবলু) বেশ কয়েক বছর মানসিক সমস্যায় ভুগছিলেন, যার চিকিৎসাও চলছিল।’
রামগড় থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে মৃতদেহ খাগড়াছড়ি মর্গে পাঠানো হয়েছে।’
খাগড়াছড়ির রামগড়ে সাবেক এক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
নিহত আতাউল করিম শিবলু (৩৮) রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রামগড় পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তৈছালপাড়া এলাকার বাসিন্দা নুরুল করিমের ছেলে ও ওই এলাকার সাবেক কমিশনার রেজাউল করিম ফোরকানের ছোট ভাই তিনি।
পুলিশ বলছে, রাতের কোনো এক সময় শিবলু আত্মহত্যা করেছেন। তাঁর স্ত্রী সন্তান ঢাকা অবস্থান করছেন এবং তিনি একা ঘরে ছিলেন। সকালে তাঁর স্ত্রী বেশ কয়েকবার ফোন দিয়ে স্বামীর কোনো সাড়া না পেয়ে নিহতের বড় ভাইকে জানায়। দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে পুলিশ ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
নিহতের বড়ভাই রেজাউল করিম ফোরকান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে দুই ভাই এক সঙ্গে ভাত খেয়েছি। পরে সে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। তবে সে (শিবলু) বেশ কয়েক বছর মানসিক সমস্যায় ভুগছিলেন, যার চিকিৎসাও চলছিল।’
রামগড় থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে মৃতদেহ খাগড়াছড়ি মর্গে পাঠানো হয়েছে।’
বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও তাঁর স্ত্রী জোবাইদা আহসান জবার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১৩ মিনিট আগেআব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দলান্ধ। নির্বাচন নিয়ে আমরা আমাদের দাবিদাওয়া জানাব। প্রশাসন যদি সেগুলো না মানে, তাহলে আমরা নির্বাচনে যাব কি না, ভেবে দেখব এবং পরে বসে সিদ্ধান্ত নেব। তবে আমরা লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে সন্দিহান।’
২৪ মিনিট আগেমুষলধারে বৃষ্টিতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমর পানি জমেছে। যার কারণে বিদেশগামী যাত্রী ও আগত প্রবাসীদের যানজটের কারণে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে।
৩৯ মিনিট আগেখুলনা নগরীর আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
১ ঘণ্টা আগে