জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট শহরের আদর্শপাড়ার যুবক বিপ্লব আহম্মেদ পিয়াল (২৭) হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা (২৭) গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে নোয়াখালীর সুধারাম থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব-৫ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিপ্লব আহম্মেদ পিয়াল জয়পুরহাট পৌরসভার আদর্শপাড়া মহল্লার বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ছেলে। গ্রেপ্তার সোহেল রানা একই এলাকার ইসলামনগর মহল্লার ছামছুদ্দীন মণ্ডলের ছেলে।
র্যাব জানায়, ২৮ মে দুপুরে পূর্বশত্রুতার জেরে পিয়ালের ওপর অতর্কিত হামলা চালায় ১৩-১৪ জন দুষ্কৃতকারী। নিজ বাড়ির সামনের গ্যারেজে তাঁকে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
এরপর থেকেই র্যাব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায়। দীর্ঘদিন পলাতক থাকার পর সোহেল রানা অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
এদিকে পিয়ালের মৃত্যুতে এলাকায় এখনো শোকের ছায়া বিরাজ করছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এ মামলায় এর আগে ছানু বেগম ও নাসরিন নামের দুই নারী আসামিকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে র্যাব।
জয়পুরহাট শহরের আদর্শপাড়ার যুবক বিপ্লব আহম্মেদ পিয়াল (২৭) হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা (২৭) গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে নোয়াখালীর সুধারাম থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব-৫ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিপ্লব আহম্মেদ পিয়াল জয়পুরহাট পৌরসভার আদর্শপাড়া মহল্লার বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ছেলে। গ্রেপ্তার সোহেল রানা একই এলাকার ইসলামনগর মহল্লার ছামছুদ্দীন মণ্ডলের ছেলে।
র্যাব জানায়, ২৮ মে দুপুরে পূর্বশত্রুতার জেরে পিয়ালের ওপর অতর্কিত হামলা চালায় ১৩-১৪ জন দুষ্কৃতকারী। নিজ বাড়ির সামনের গ্যারেজে তাঁকে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
এরপর থেকেই র্যাব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায়। দীর্ঘদিন পলাতক থাকার পর সোহেল রানা অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
এদিকে পিয়ালের মৃত্যুতে এলাকায় এখনো শোকের ছায়া বিরাজ করছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এ মামলায় এর আগে ছানু বেগম ও নাসরিন নামের দুই নারী আসামিকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে র্যাব।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হওয়া ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক ভাই ও তাদের চাচা। রোববার সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ‘ফেমাস কেমিক্যাল লিমিটেড’ নামক রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আজ রোববার একটি মামলা দায়ের করেছেন।
১ ঘণ্টা আগেনন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অনশন কর্মসূচিতে আনুমানিক ১৫ থেকে ২০ জন শিক্ষক রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাও রয়েছেন।
১ ঘণ্টা আগেনির্বাচন ও রমজানের বিবেচনায় আগামী বছরের একুশে বইমেলা ফেব্রুয়ারি থেকে এগিয়ে এ বছরের ডিসেম্বরে আনা হয়েছে। রাজনৈতিক-সামাজিক অস্থিরতার জেরে গত বইমেলায় অনেক প্রকাশক লোকসান গুনেছেন।
২ ঘণ্টা আগে