আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ অভিযুক্ত আব্দুল বারিককে (৪৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গতকাল রোববার বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় অভিযুক্ত ব্যক্তির নামে ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযুক্ত আব্দুল বারিক উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম আকন্দপাড়ার মৃত. কাসেম আকন্দের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত আব্দুল বারিক ওই স্কুল ছাত্রীর বাড়িতে এসে আরবী প্রাইভেট পড়াতেন। সেই সুবাদে গত ৪-৫ মাস ধরে আব্দুল বারিক মেয়েটিকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকেলে আব্দুল বারিক তাঁর মুঠোফোন থেকে ফোনকল করে মেয়েটিকে সন্ধ্যার পর বাড়ির পাশে বাঁশঝাড়ে দেখা করতে বলেন। বাঁশঝাড়ে দেখা করতে গেলে আব্দুল বারিক মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই সময় মেয়েটি চিৎকার দিলে আব্দুল বারিক দৌড়ে পালিয়ে যায়। পরে ওই মেয়ে ঘটনাটি তাঁর পরিবারের লোকজনকে জানায়।
ভুক্তভোগী বলেন, ‘আমাকে বিয়ের কথা বলে এবং বিভিন্ন হুমকি দিয়ে ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে খারাপ কাজ করেছে।’
ভুক্তভোগী মেয়েটির মা বলেন, ‘আব্দুল বারিক আমাদের বাড়িতে এসে আরবি প্রাইভেট পড়াতো। সেই সুবাদে মেয়ের সাথে সখ্যতা তৈরি করে মেয়ের সর্বনাশ করেছে। আমি এর নায্য বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছি।’
গতকাল বিকেলে থানা–হাজতে থাকা অভিযুক্ত আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তিলকপুর হাটে ছাগল বিক্রি করতে গিয়েছিলাম। সেখান থেকে আমাকে ধরে আনা হয়েছে। মূলত আমি ওই গ্রামের একটি মসজিদের মোয়াজ্জিন। সেখান থেকে আমাকে সরানোর জন্য এই মেয়েকে দিয়ে মিথ্যে অভিযোগ তুলে আমাকে ফাঁসানো হয়েছে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘আজ সোমবার ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করেছি। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
জয়পুরহাটের আক্কেলপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ অভিযুক্ত আব্দুল বারিককে (৪৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গতকাল রোববার বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় অভিযুক্ত ব্যক্তির নামে ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযুক্ত আব্দুল বারিক উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম আকন্দপাড়ার মৃত. কাসেম আকন্দের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত আব্দুল বারিক ওই স্কুল ছাত্রীর বাড়িতে এসে আরবী প্রাইভেট পড়াতেন। সেই সুবাদে গত ৪-৫ মাস ধরে আব্দুল বারিক মেয়েটিকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকেলে আব্দুল বারিক তাঁর মুঠোফোন থেকে ফোনকল করে মেয়েটিকে সন্ধ্যার পর বাড়ির পাশে বাঁশঝাড়ে দেখা করতে বলেন। বাঁশঝাড়ে দেখা করতে গেলে আব্দুল বারিক মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই সময় মেয়েটি চিৎকার দিলে আব্দুল বারিক দৌড়ে পালিয়ে যায়। পরে ওই মেয়ে ঘটনাটি তাঁর পরিবারের লোকজনকে জানায়।
ভুক্তভোগী বলেন, ‘আমাকে বিয়ের কথা বলে এবং বিভিন্ন হুমকি দিয়ে ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে খারাপ কাজ করেছে।’
ভুক্তভোগী মেয়েটির মা বলেন, ‘আব্দুল বারিক আমাদের বাড়িতে এসে আরবি প্রাইভেট পড়াতো। সেই সুবাদে মেয়ের সাথে সখ্যতা তৈরি করে মেয়ের সর্বনাশ করেছে। আমি এর নায্য বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছি।’
গতকাল বিকেলে থানা–হাজতে থাকা অভিযুক্ত আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তিলকপুর হাটে ছাগল বিক্রি করতে গিয়েছিলাম। সেখান থেকে আমাকে ধরে আনা হয়েছে। মূলত আমি ওই গ্রামের একটি মসজিদের মোয়াজ্জিন। সেখান থেকে আমাকে সরানোর জন্য এই মেয়েকে দিয়ে মিথ্যে অভিযোগ তুলে আমাকে ফাঁসানো হয়েছে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘আজ সোমবার ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করেছি। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
বগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৮ মিনিট আগেবাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) নতুন কার্যনির্বাহী (২০২৬-২৭) কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক (অনলাইন) সাহানোয়ার সাইদ শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর আবু খালিদ।
২২ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে জাকু মাতুব্বর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৩১ মিনিট আগে